scorecardresearch
 

ICC World Cup 2023 Bangladesh VS South Africa: দঃ আফ্রিকার বিরুদ্ধে হার বাংলাদেশের, বিদায়ের মুখে সাকিবরা

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও হেরে বিশ্বকাপে আশা প্রায় শেষ বাংলাদেশের। মুম্বইতে শুরু থেকেই দাপট দেখাতে থাকে দক্ষিণ আফ্রিকা। শেষ অবধি বাংলাদেশ হারে  রানে। টসে জিতে শুরুতে ব্যাট করতে নেমে ২ উইকেট হারালেও দারুণ ব্যাটিং শুরু করেন কুইন্টন ডি কক। ১৩৯ বলে ১৭৪ রানের বিধ্বংসী ইনিংস, ওয়ার্নারকে টপকালেন ডি কক।

Advertisement
হারল বাংলাদেশ হারল বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও হেরে বিশ্বকাপে আশা প্রায় শেষ বাংলাদেশের। মুম্বইতে শুরু থেকেই দাপট দেখাতে থাকে দক্ষিণ আফ্রিকা। শেষ অবধি বাংলাদেশ হারে ১৪৯ রানে। টসে জিতে শুরুতে ব্যাট করতে নেমে ২ উইকেট হারালেও দারুণ ব্যাটিং শুরু করেন কুইন্টন ডি কক। ১৩৯ বলে ১৭৪ রানের বিধ্বংসী ইনিংস, ওয়ার্নারকে টপকালেন ডি কক।

ডি কক তাঁর ইনিংসে মারেন ১৫টা চার ও সাতটা ছক্কা। একের পর এক বড় শট খেলে বাংলাদেশকে চাপে ফেলে দেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার। বিশ্বকাপের মঞ্চে এক ইনিংসে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়ে ফেললেন কুইন্টন ডি কক। এর আগে এই বিশ্বকাপেই পাকিস্তানের বিরুদ্ধে ১৬৩ রানের ইনিংস খেলেন ডেভিড ওয়ার্নার। তাঁকে ছাপিয়ে গেলেন ডি কক। দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয় ৩৮২ রানে। বাংলাদেশের সামনে বিরাট লক্ষ্য। ডি ককের পাশাপাশি এডেন মার্করাম ও হেনরি ক্লাসেনও দারুণ ইনিংস খেলেন।

মার্করাম ৬৯ বলে ৬০ রানের ইনিংস খেলে আউট হলেও ক্লাসেন মারতে থাকেন। তিনি শেষ পর্যন্ত ৪৮ বলে ৯০ রান করে আউট হন। তাঁর ইনিংসে ছিল আটটা চার ও ২টো ছক্কা।  জবাবে ব্যাট করতে নেমে ৩১ রানেই তিন উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। এরপর ৮১ রানে ৬ উইকেট হারিয়ে ফেলায় অনেকেই আশঙ্কা করতে শুরু করে দেন, তা হলে কি ১০০-র মধ্যেই শেষ হয়ে যাবে বাংলাদেশের ইনিংস? তবে তা হয়নি মহমদ্দুলাহের জন্যই। 

আরও পড়ুন

কেন তাঁকে আগে নামানো হল না তা নিয়ে বিতর্ক হতে পারে। অভিজ্ঞ ব্যাটার শুধু ১১১ বলে ১১১ রান করলেন তা নয়, বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকেও বোধহয় বার্তা দিয়ে দিলেন। একা তিনিই রান পেলেন। আর কেউই উইকেটে দাঁড়াতে পারেননি। টপ অর্ডার ফের ব্যর্থ হয়েছে। বড় রান তাড়া করতে গিয়ে শুরু থেকেই উইকেট হারিয়ে ফেললে বিপদ আরও বাড়তে থাকে। বাংলাদেশের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। 

Advertisement

Advertisement