scorecardresearch
 

ICC World Cup 2023 New Zealand Vs Sri Lanka: সেমিফাইনালে ভারত-পাকিস্তান? আজকের ম্যাচেই ফয়সালা

আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে নিউজিল্যান্ড। এই ম্যাচেই সেমিফাইনালের চিত্রটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। এবারের বিশ্বকাপে একেবারেই ছন্দে নেই শ্রীলঙ্কা। শেষ ম্যাচে বাংলাদেশের কাছেও হেরে গিয়েছে তারা। এবার সামনে নিউজিল্যান্ড। কিউয়িদের হারিয়ে দিতে পারলে অঘটনই ঘটিয়ে ফেলবে এশিয়া কাপের রানার্সরা।

Advertisement
ভারত বনাম পাকিস্তান ভারত বনাম পাকিস্তান

আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে নিউজিল্যান্ড। এই ম্যাচেই সেমিফাইনালের চিত্রটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। এবারের বিশ্বকাপে একেবারেই ছন্দে নেই শ্রীলঙ্কা। শেষ ম্যাচে বাংলাদেশের কাছেও হেরে গিয়েছে তারা। এবার সামনে নিউজিল্যান্ড। কিউয়িদের হারিয়ে দিতে পারলে অঘটনই ঘটিয়ে ফেলবে এশিয়া কাপের রানার্সরা।

ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে কারা?
ভারতীয় দল সাত ম্যাচ জিতেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। তবে সেখানেই থেমে না থেকে দক্ষিণ আফ্রিকাকেও বড় ব্যবধানে হারিয়ে শীর্ষে থেকেই শেষ চারে চলে গিয়েছে রোহিত শর্মার দল। দুই ম্যাচ হারলেও সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে টেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা। পাশাপাশি অস্ট্রেলিয়াও সেমিফাইনালে চলে গিয়েছে। এখন লড়াই চার নম্বর জায়গার জন্য। সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে খেলবে চার নম্বরে থাকা টিমই। লড়াইয়ে রয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তান। নিউজিল্যান্ডের সামনে সুযোগ অনেকটাই বেশি। শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারাতে পারলে তারাই শেষ চারে চলে যাবে। 

পাকিস্তান কীভাবে শেষ চারে যেতে পারবে?
পাকিস্তানের পক্ষে শেষ চারে যাওয়া কিছুটা কঠিন। শ্রীলঙ্কার বিরুদ্ধে নিউজিল্যান্ড হেরে গেলে দারুণ সুবিধা পাবেন বাবর আজমরা। যদি তা না হয়, তা হলে অন্তত অল্প ব্যবধানে শ্রীলঙ্কা হারলে কিছুটা হলেও সুযোগ থাকবে পাকিস্তানের কাছে। পাকিস্তানকে আবার ইংল্যান্ডের বিরুদ্ধে জিততেই হবে। শুধু তাই নয়, শ্রীলঙ্কা আজ হেরে গেলে বড় ব্যবধানে জিততে হবে। তবেই শেষ চারে যেতে পারবে পাকিস্তান।

আরও পড়ুন

কখন কীভাবে দেখা যাবে এই ম্যাচ?
শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর দু'টো থেকে। দেড়টার সময় হবে টস। স্টার স্পোর্টসে সরাসরি দেখা যাবে ম্যাচ। মোবাইলে লাইভ স্ট্রিমিং দেখা যাবে ফ্রিতে। সে কারণে ডাউনলোড করতে হবে হটস্টার। এই অ্যাপেই ফ্রিতে দেখা যাচ্ছে বিশ্বকাপ।   

কোথায় হবে প্রথম সেমিফাইনাল
ভারতের সঙ্গে পাকিস্তানের ম্যাচ মুম্বইতে হওয়ার সম্ভাবনা কম। সেক্ষেত্রে প্রথম সেমিফাইনাল হতে পারে কলকাতায়। দ্বিতীয় সেমিফাইনাল হয়ত মুম্বইতে হতে পারে। সেই ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। 

Advertisement

Advertisement