গোটা দেশজুড়ে এখন চলছে নানা উৎসব। আর এই উৎসবে বাজি ফাটানো নতুন নয়। কিছুদিন পরেই আবার দীপাবলি। সেই সময়ও প্রচুর বাজি পোড়ানো হবে দেশজুড়ে। এর মধ্যে আবার বিশ্বকাপ হচ্ছে ভারতে। মাঠে ম্যাচের নানা সময় দর্শকদের জন্য ফাটানো হচ্ছে বাজি। তবে দেশের বানিজ্য শহর মুম্বইয়ে দূষনের কথা মাথায় রেখে আর কোনও ম্যাচে বাজি ফাটানো হবে না বলে জানিয়ে দিল বিসিসিআই।
ভারতের বিভিন্ন রাজ্যে দিনে দিনে বাড়ছে দূষণের মাত্রা। মুম্বই শহরে স্বাভাবিক ভাবেই এই দূষণের পরিমান অনেকটাই বেশি। আর এর জেরেই এবার ম্যাচ চলাকালীন আতসবাজি বন্ধ করল বিসিসিআই। বোর্ডের সচিব জয় শাহ এদিন বলেন, 'বিসিসিআই পরিবেশের কথা মাথায় রেখেই কাজ করে। আমি আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়েছি এবং মুম্বইতে ম্যাচ চলাকালীন এমন কোনও আতশবাজি প্রদর্শন করা হবে না, যা দূষণের মাত্রা বাড়াতে পারে।' মুম্বইয়ের ওয়াংখেড়েতে এখনও তিনটি ম্যাচ খেলা বাকি রয়েছে। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে ভারতীয় দল। এরপর মঙ্গলবার আফগানিস্তানের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। আর তারপর ১৫ নভেম্বর প্রথম সেমিফাইনাল ম্যাচ হবে এই মাঠে।
এই তিন ম্যাচে কোনওরকম আতসবাজী ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন জয় শাহ। সাধারণভাবে দেখা যায়, দীপাবলি বা তারপরে প্রচুর আতসবাজি ফাটানোর ফলে দেশের বিভিন্ন শহরে ধোঁয়াশা দেখা যায়। দিল্লি বা তার পার্শ্ববর্তী অঞ্চলে এই সমস্যা আরও বড় আকার ধারন করে। বিভিন্ন সময় রাস্তায় ধোঁয়াশার জেরে বিভিন্ন দুর্ঘটনাও ঘটে। সেই কথা মাথায় রেখেই এবার এই উদ্যোগ নিল বিসিসিআই।
আগামিকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়াংখেড়েতে খেলতে নামছে রোহিত শর্মার ভারতীয় দল। এই মাঠেই ২০১১ সালে ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়েছিল টিম ইন্ডিয়া। আর এবার গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি দুই দল। টানা ছয় ম্যাচ জিতে দারুণ ছন্দে বিরাট কোহলিরা। আর এই ম্যাচ জিততে পারলে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলবে টিম ইন্ডিয়া।