বিশ্বকাপে নিউজিল্যান্ড দল ১৬০ বল বাকি থাকতেই পাঁচ উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। সেমিফাইনালে নিউজিল্যান্ডের জায়গা প্রায় পাকা। কারণ এখন সেমিফাইনালে ওঠার পথ অনেক কঠিন হয়ে পড়েছে পাকিস্তানের। এখন পাকিস্তান যদি সেমিফাইনালে যেতে চায়, তবে তাড়া করতে গিয়ে ইংল্যান্ডকে ১৬ বলে বা ২৮৭ রানে হারাতে হবে। এই কারণেই শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর টিম ইন্ডিয়াকে সতর্ক করে বড় বিবৃতি দিয়েছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট।
কী বললেন ট্রেন্ট বোল্ট?
ট্রেন্ট বোল্ট শ্রীলঙ্কাকে ১৭১ রানে অলআউট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১০ ওভারে মাত্র ৩৭ রানে তিনটি উইকেট নিয়ে নেন এই পেসার। প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কারও পেয়েছেন বোল্ট। নিউজিল্যান্ড দল সেমিফাইনালে উঠলে ভারতের মুখোমুখি হবে। এই ম্যাচ প্রসঙ্গে বোল্ট বলেন, 'এখন সময়ই বলে দেবে কী হবে। আমি নিশ্চিত পরের ম্যাচটা অনেক বড় ম্যাচ হতে চলেছে।' ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ এখনও পর্যন্ত বল হাতে বেশ ভালো পারফরম্যান্সই দেখিয়েছেন ট্রেন্ট বোল্ট। নিউজিল্যান্ডের এই অভিজ্ঞ পেসার ইতিমধ্যেই ১৩টি উইকেট নিয়ে ফেলেছেন। তাঁর গড় ৩২.১৫। ইকোনমি রেট ৫.১৬।
২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারে ভারত
২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে কোহালির দল থেমে যায় ২২১ রানে। ১৮ রানে জিতে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে যায় নিউজিল্যান্ড। তবে ২০২৩-এর বিশ্বকাপে একবার কিউয়িদের হারিয়েছে ভারতীয় দল। তবে সেমিফাইনালের লড়াই একেবারেই আলাদা। ফলে লড়াই বেশ কঠিন হবে। ৫০ ওভারের ক্রিকেটে বেশ কিছু বছর ধরেই দারুণ ছন্দে নিউজিল্যান্ড।
কীভাবে শেষ চারে যেতে পারে পাকিস্তান
ইংল্যান্ডের বিরুদ্ধে জিততেই হবে পাকিস্তানকে। বাবর আজমরা তাতেও সেমিফাইনাল নিশ্চিত করতে পারবেন না। বড় ব্যবধানে জিততে হবে। পাকিস্তান যদি সেমিফাইনালে যেতে চায়, তবে তাড়া করতে গিয়ে ইংল্যান্ডকে ১৬ বলে বা ২৮৭ রানে হারাতে হবে। ফলে অঙ্ক বেশ কঠিন পাকিস্তানের জন্য। আফগানিস্তান আগেই ছিটকে গিয়েছে লড়াই থেকে।