scorecardresearch
 

ICC World Cup 2023: 'চা***র যেমন হয়...' বাবরদের কুরুচিকর আক্রমণ করে বিতর্কে আক্রম

বিশ্বকাপে বাবর আজমদের ব্যর্থতা দেখে শালীনতার মাত্রা ছাড়ালেন ওয়াসিম আক্রম। যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। পরপর পাকিস্তানের হৃদয় মেনে নিতে পারেননি বিশ্বকাপ জেতা এই প্রাক্তন পেসার।

Advertisement
বাবর আজম ও ওয়াসিম আক্রম বাবর আজম ও ওয়াসিম আক্রম

বিশ্বকাপে বাবর আজমদের ব্যর্থতা দেখে শালীনতার মাত্রা ছাড়ালেন ওয়াসিম আক্রম। যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। পরপর পাকিস্তানের হৃদয় মেনে নিতে পারেননি বিশ্বকাপ জেতা এই প্রাক্তন পেসার।

খেলা ছাড়ার পরে মূলত ধারাভাষ্য দিতেই দেখা গিয়েছে আক্রমকে। যদিও এবারের বিশ্বকাপে আইসিসি-র প্যানেলে তাঁর নাম নেই। পাকিস্তানের এক চ্যানেলে নিয়মিত প্যানেলিস্ট হিসেবে বসে বাবরদের সমালোচনা করতে দেখা গিয়েছে তাঁকে। দলের হার দেখে নিজের রাগ, বিরক্তি নিয়ন্ত্রণ করতে পারেননি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। আফগানিস্তানের কাছে পাকিস্তানের হার দেখে নিজেকে আর সামলাতে পারেননি। পাক ক্রিকেটারদের সমালোচনা করার সময় ক্ষুব্ধ আক্রমের মুখ থেকে বেরিয়ে আসে ‘চা**’ শব্দটি। এই ধরনের অবমাননাকর শব্দ ব্যবহার করা যায় না। আক্রমের অজানা নয় বিষয়টি। তবু নিজেকে সামলাতে পারেননি।

আক্রমের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এই মন্তব্য নিয়ে বেশ জলঘোলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। মাঝের ওভারে উইকেট নিতে ব্যর্থ হওয়াতেই হারতে হয়েছে। এমনটাই মনে করেন পাকিস্তান ক্যাপ্টেন সোমবার চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচে প্রথমে ব্যাট করে পাকিস্তান ৭ উইকেটে ২৮২ রান করে। এরপর, আফগানিস্তানের টপ অর্ডার ব্যাটসম্যানদের দুর্দান্ত পারফরম্যান্সের উপর ভর করে ৪৯ ওভারে দুই উইকেট হারিয়ে ২৮৬ রান করে ফেলে।

ম্যাচের পর বাবর বলেন, 'আমরা ভালো রান করেছি, কিন্তু বোলিংয়ে আমাদের পারফরম্যান্স ভালো ছিল না। কারণ আমরা মাঝের ওভারে উইকেট নিতে পারিনি। বিশ্বকাপে, আপনি যদি দলের একটি বিভাগেও ভালো পারফর্ম না করতে পারে তা হলে ম্যাচ হারতেই হবে।'  তিনি আরও বলেন, 'আমরা বোলিংয়ে ভালো শুরু করেছি কিন্তু উইকেট নিতে পারিনি। জয়ের পুরো কৃতিত্ব আফগানিস্তানের। আমরা ভালো ক্রিকেট খেলছি না, বিশেষ করে বোলিং ও ফিল্ডিংয়ে আমাদের পারফরম্যান্স ভালো নয়। দ্বিতীয় ইনিংসে স্পিনাররা পিচ থেকে সহায়তা পেলেও আফগান ব্যাটসম্যানদের উপর চাপ বাড়াতে পারিনি।' 

আরও পড়ুন

Advertisement

Advertisement