ভারতীয় দল এবারের বিশ্বকাপে স্বপ্নের ফর্মে রয়েছে। সাত ম্যাচের সাতটাই জিতে সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন রোহিত শর্মারা। ভারতীয়রা তো বটেই, সমস্ত ক্রিকেটপ্রেমীরাই মনে করছেন এবারে ভারতীয় দল অপ্রতিরোধ্য। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছিল টিম ইন্ডিয়া।
সপ্তম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩০২ রানে ভারত গুড়িয়ে দেওয়ায়, বিশ্বকাপ জেতার আশা আরও বেড়ে গিয়েছে। এই ম্যাচ খেলে মুম্বই থেকে কলকাতায় আসার সময়, বিশ্বকাপ কি জিততে পারবে ভারতীয় দল? এই প্রশ্নই করা হয়েছিল ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মাকে। মুম্বই বিমানবন্দরে ঢোকার আগে ছোট্ট উত্তর দিয়ে গেলেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। তিন শব্দে উত্তর দেন, 'এখনও সময় রয়েছে।' রোহিতের আশ্বাস শুনে আনন্দে ফেটে পড়েন সমর্থকেরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে জেতার পর রোহিত বলেন, 'সরকারি ভাবে আমরা সেমিফাইনালে, এটা শুনে খুব ভাল লাগছে। গোটা দলই অসাধারণ খেলেছে। চেন্নাই থেকে শুরু হয়েছিল। সেমিফাইনাল প্রধান লক্ষ্য ছিল। তার পরে ফাইনাল। নিখুঁত ক্রিকেট খেলেছি গত সাতটা ম্যাচে। প্রত্যেকে নিজের সেরাটা দিয়েছে। দরকারে এগিয়ে এসেছে। তাই জন্যে সাফল্য।'
রবিবার ইডেনে মুখোমুখি হবে এবারের বিশ্বকাপে শীর্ষে থাকা ভারত ও দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ খেলতে শুক্রবার বিকেলেই শহরে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। কলকাতায় পৌঁছে রোহিত-বিরাটরা হোটেলে পৌঁছে গেলেও, সোজা ইডেন গার্ডেনসের উইকেট দেখতে পৌঁছে যান কোচ রাহুল দ্রাবিড়। ইডেনের উইকেট দেখে বেশ খুশি দ্রাবিড়।
এই ম্যাচ নিয়ে কলকাতায় সমর্থকদের উৎসাহ দেখে দারুণ খুশি ভারতীয় দলের ক্রিকেটাররা। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানাতে হাজির হয়েছিলেন প্রচুর দর্শক। সকলেই টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের উৎসাহ দিতে থাকেন। আর ছিল একবার স্বপ্নের নায়কদের কাচ থেকে দেখার আকুতি। আসলে ভারতের ব্যাটিং, বোলিং এমন উচ্চতায় পৌঁছে গিয়েছে তা দেখে সকলেই দারুণ খুশি। বিশ্বকাপের মঞ্চে শ্রীলঙ্কাকে ৫৫ রানে অলআউট করার পর বিশ্বজয়ের স্বপ্ন আরও উজ্জ্বল হচ্ছে ভারতীয় ফ্যানদের মধ্যে। তার মধ্যে আবার ঘরের মাঠে বিশ্বকাপ। ফলে উন্মাদনা বেড়ে গিয়েছে বহুগুণ।