scorecardresearch
 

Ravichandran Ashwin Retirement: 'আলবিদা' অশ্বিন, আন্তর্জাতিক ক্রিকেটে অবসর ঘোষণা, ড্রেসিংরুমেই কেঁদে ফেললেন

ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর নিলেন ভারতীয় অফ স্পিনার আর অশ্বিন।

Advertisement
অবসর নিলেন ভারতীয় অফ স্পিনার আর অশ্বিন অবসর নিলেন ভারতীয় অফ স্পিনার আর অশ্বিন
হাইলাইটস
  • ভারতের হয়ে অশ্বিন ১০৬টি টেস্ট ম্যাচ খেলেছেন
  • ঝুলিতে রয়েছে ৫৩৭টি উইকেট

ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর নিলেন ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ব্রিসবেনে তৃতীয় টেস্ট শেষ হওয়ার পরেই নিজের সিদ্ধান্ত ঘোষণা করলেন তিনি। গাব্বাতে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে সাংবাদিক সম্মেলন করেন আর অশ্বিন। সেখানেই ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন।

৩৮ বছর বয়সী অশ্বিন ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। তাঁর ঝুলিতে মোট ৫৩৭টি টেস্ট উইকেট রয়েছে। টেস্ট ক্রিকেটে তিনি ভারতের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন ৩৭ বার। একই সময়ে, তিনি সর্বোচ্চ সংখ্যক প্লেয়ার অফ দ্য সিরিজ পুরস্কারও জিতেছেন (১১ বার), যা মুরলিধরনের সমান। 

অশ্বিনের কেরিয়ার

টেস্টে রবিচন্দ্রন অশ্বিনের বোলিং রেকর্ড বেশ চিত্তাকর্ষক। এই তামিলনাড়ু স্পিনার ২০১১ সালের নভেম্বরে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক করেছিলেন এবং তখন থেকেই টেস্ট দলে রয়েছেন। অশ্বিন ১০৬ টেস্ট ম্যাচে ২৪ গড়ে ৫৩৭টি উইকেট নিয়েছেন। এক ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ৮ বার। এক ইনিংসে তাঁর সেরা পারফরম্যান্স ৭/৫৯। যদিও টেস্ট ম্যাচে তাঁর সেরা পারফরম্যান্স ১৩/১৪০।

ব্যাট হাতেও মাঝেমাঝেই খেল দেখাতেন অশ্বিন। সেঞ্চুরিও করেছেন তিনি। ১০৬ টেস্ট ১৫১ ইনিংসে তিনি ৩৫০৩ রান করেছন। টেস্টে তাঁর সর্বোচ্চ রান ১২৪। তিনি ৬টি সেঞ্চুরি ও ১৪টি হাফ সেঞ্চুরি করেন।

ওয়ানডেতে ১১৬টি ম্যাচ খেলে ১৫৬টি উইকেট নিয়েছেন। ওয়ানডেতে তাঁর সেরা বোলিং বিশ্লেষণ হল ২৫ রানে ৪ উইকেট। অন্যদিকে, অশ্বিন 65টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ২৩.২২ গড়ে ৭২টি উইকেট নিয়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর সেরা পারফরম্যান্স ৮ রানে ৪ উইকেট। ওডিআই আন্তর্জাতিকে তিনি ৬৩ ইনিংসে ব্যাট হাতে ৭০৭ রান করেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অশ্বিন ১৯ ইনিংসে মাত্র ১৮৪ রান করেছেন।

Advertisement

TAGS:
Advertisement