Sourav Ganguly On Perth Test Win: পারথের অপটাস স্টেডয়ামে প্রথম টেস্ট ম্যাচে হার অস্ট্রেলিয়ার (Australia)। তাও আবার ভারতের (India) কাছে ২৯৫ রানে। ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) দলে না থাকায় নেতৃত্ব দিতে গিয়ে সফল জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ম্যাচের সেরা তিনিই। হবেন নাই বা কেন। এই টেস্টে শুরুটা ভাল না হওয়ায় ক্যাপ্টেনই দলকে লড়াইয়ে ফেরান। মোট আটটা উইকেট তাঁর ঝুলিতে। সিরিজ শুরুর আগে ভারতীয়দের ভয় দেখাতে চেয়েছিল অজিরা। যার জবাব দিয়েছেন বুমরা। এবার মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে প্রথম টেস্টেই পর্যুদস্ত করে বিরাট জয় পেয়েছে টিম ইন্ডিয়া। পাঁচ ম্যাচের সিরিজে এমন শুরুতে গোটা দল উত্তেজনায় ফুটছে। রোহিত-গিলবিহীন টিম ইন্ডিয়ার স্টিম রোলারে চাপা পড়ে গিয়েছে অজি গরিমা। পার্থের দুর্ভেদ্য গড়ে ক্যাঙ্গারুবাহিনীকে মাঠ থেকে প্রায় বার করে দিয়েছে ভারতীয় বোলার এবং ব্যাটাররা।
আর এতে খুশি এবং উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতের বর্তমান থেকে প্রাক্তন ক্রিকেট তারকারা। উচ্ছ্বাসের আবেগে গা ভাসিয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তিনি ভারতের এই জয়কে দুর্দান্ত বলে আখ্যা দিয়েছেন। এমনকী তিনি আগ বাড়িয়ে ভারত সিরিজ জিতবে বলেও আশা প্রকাশ করেছেন।
সৌরভের প্রশংসা পেয়েছেন বিশেষ করে জসপ্রীত বুমরাও। যশস্বী জয়সওয়াল এবং বিরাট কোহলির ব্যাটিংয়েও মুগ্ধ তিনি। সেই সঙ্গে গোটা ভারতীয় দলকেই তিনি অভিনন্দন জানিয়েছেন। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "অনেকেই নিউজিল্যান্ড সিরিজে ৩-০ হারের পর ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরকে নিয়ম রক্ষা বলে উড়িয়ে দিয়েছিল। এমনকী অনেকেই বলছিল ৫-০ তে ভারত টেস্ট হারবে।" সে কথা মনে করিয়ে দিয়ে সৌরভ বলেন, "কিন্তু ভারতীয় দল প্রমাণ করে দিয়েছে যে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার আসলে একটা অঘটন।"
বিশেষ করে জসপ্রীত বুমরার প্রতি মুগ্ধতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি ভারতীয় পেস অ্যাটাককে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার প্রশংসা করেন তিনি। পাশাপাশি বিরাট কোহলির পারফরমেন্সকেও তিনি উঁচুতে জায়গা দিয়েছেন। বিশেষ করে জয়সওয়ালকে নিয়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।