scorecardresearch
 

India vs Australia: ভারতের টিমে ৩ বড় বদল, প্লেয়িং ইলেভেনে হতে পারে এই পরিবর্তন

আজ অ্যাডিলেড ওভালে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে। ভারতীয় ক্রিকেট দল প্রথম টেস্টে ২৯৫ রানে জিতে সিরিজে এগিয়ে রয়েছে। দ্বিতীয় টেস্ট ডে-নাইট ফরম্যাটে। আজ, ৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। ভারতীয় সময় সকাল ৯:৩০টায় শুরু হবে।

Advertisement
subhman gill rishabh pat subhman gill rishabh pat

আজ অ্যাডিলেড ওভালে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে। ভারতীয় ক্রিকেট দল প্রথম টেস্টে ২৯৫ রানে জিতে সিরিজে এগিয়ে রয়েছে। দ্বিতীয় টেস্ট ডে-নাইট ফরম্যাটে। আজ, ৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। ভারতীয় সময় সকাল ৯:৩০টায় শুরু হবে।

ভারতের প্লেয়িং-১১ তে বড় পরিবর্তন

দ্বিতীয় টেস্টে রোহিত শর্মা ও শুভমন গিলের ফেরার সম্ভাবনা রয়েছে। রোহিত প্রথম টেস্টে পারিবারিক কারণে খেলতে পারেননি। শুভমন আঙুলের চোট কাটিয়ে ফিরেছেন। তাঁদের ফেরার কারণে ধ্রুব জুরেল ও দেবদত্ত পাড়িক্কলের জায়গা বদল পারে। রোহিত মিডল অর্ডারে এবং কেএল রাহুল-যশস্বী জয়সওয়াল ওপেনিংয়ে খেলবেন।
 

অলরাউন্ডারদের ভূমিকা

ওয়াশিংটন সুন্দরকে বাদ দিয়ে অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিনকে নামানোর সম্ভাবনা রয়েছে। অশ্বিনের ডে-নাইট ম্যাচে দুর্দান্ত ট্র্যাক রেকর্ড রয়েছে। অ্যাডিলেডেও তিনি সফল। ফলে পরিচিত ফিল্ডে তাঁকেই খেলানোর সম্ভাবনা বেশি।

অস্ট্রেলিয়ার প্রস্তুতি

অস্ট্রেলিয়ার দলে স্কট বোল্যান্ডকে রাখা হচ্ছে। তিনি জশ হ্যাজলউডের জায়গায় খেলবেন। অস্ট্রেলিয়া ইতিমধ্যেই তাদের প্লেয়িং-১১ ঘোষণা করেছে।

আরও পড়ুন

ভারতীয় দল পিঙ্ক বল টেস্টে চ্যালেঞ্জ নিতে তৈরি। পার্থে ঐতিহাসিক জয়ের পর তাদের মনোবল বেশ চাঙ্গা রয়েছে।

তবে ওয়াশিংটন সুন্দরকে ভবিষ্যতে অশ্বিনের স্থানে ফের খেলানো হতে পারে বলে মনে করা হচ্ছে। অধিনায়ক রোহিত শর্মার মতে, ওয়াশিটন সুন্দরের এখন বয়স অল্প। ভবিষ্যতে আরও ভাল পারফরম্যান্স দেওয়ার ক্ষমতা তাঁর আছে। সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় রোহিত শর্মা বলেন, 'ও যথেষ্ট ভাল অলরাউন্ডার। বল ও ব্যাট দুই ক্ষেত্রেই সাবলীল। ওর ক্ষমতা আমরা সবাই জানি। বিশ্বের যে কোনও স্থানে খেলার জন্য যে যে কৌশল জানা দরকার, তার সবই ওঁর রপ্ত করা আছে। দলে তাঁর মতো প্লেয়ার থাকলে একটা আলাদা আত্মবিশ্বাস আছে। 

রোহিতের আর কোন নবীনদের ভাল লাগে? এই প্রশ্নের উত্তরে তিনি জানালেন, 'হর্ষিত রানা এবং নীতিশ রেড্ডিকে এখনও খুব বেশি খেলতে দেখিনি। তবে মাঠে তাঁদের লড়াইয়ের মনোভাব আমাকে মুগ্ধ করেছে। ওঁদের কয়েকটি আইপিএল ম্যাচ খেলতে দেখেছি।'

Advertisement

Advertisement