চোটের জন্য ভারতের বিরুদ্ধে (India vs Australia) দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি জস হ্যাজেলউড (Josh Hazlewood)। তবে তৃতীয় টেস্টে ফিরছেন অস্ট্রেলিয়ার তারকা ফাস্ট বোলার। অ্যাডিলেডে সুযোগ পেয়ে স্কট বোলান্ড (Scott Boland) দারুণ বল করেছিলেন। সেই টেস্টে দুই ইনিংস মিলিয়ে পাঁচটি উইকেট নিয়েছিলেন। কিন্তু ব্রিসবেন টেস্টে তাঁকেই বসতে হবে মাঠের বাইরে।
বোলান্ডের পক্ষে মেনে নেওয়া কঠিন...
হ্যাজেলউড সম্পর্কে কামিন্স বলেন, 'ওর কোনও সমস্যা নেই। খুব ভাল ছন্দে বল করছে। অ্যাডিলেডেও নেটে বল করেছে। দলের চিকিৎসকেরা মনে করছেন হেজ়লউড খেলতে পারবে।' বোল্যান্ডের বাদ পড়া নিয়েও মুখ খুলেছেন কামিন্স। অজি ক্যাপ্টেন বলেন, 'সত্যিই বোলান্ডের পক্ষে কঠিন এটা মেনে নেওয়া। অ্যাডিলেডে খুব ভাল বল করেছে ও। দুঃখের বিষয়, গত দেড় বছর ধরে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি বোলান্ড। কিন্তু যখনই খেলেছে, ভাল খেলেছে। তবে এই সিরিজে আগামী দিনে খেলার সুযোগ পেতেও পারে।'
পেস ত্রয়ীকে চিন্তা ভারতের
বর্ডার-গাভাস্কার ট্রফিতে পারথ টেস্ট হারের পর দারুণভাবে ফিরে এসেছে অস্ট্রেলিয়া দল। দিন রাতের টেস্টে রোহিত শর্মার দলকে ১০ উইকেটে হারিয়ে দেয় অস্ট্রেলিয়া। বাকি রয়েছে আরও তিন ম্যাচ। ব্রিসবেন টেস্টে ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠতে চাইবেন ভারতীয় দলের ক্রিকেটাররা। তবে সেক্ষেত্রে বড় বাধা হতে পারেন অস্ট্রেলিয়ার পেস ত্রয়ী। মিচেল স্টার্ক, কামিন্স এবং হ্যাজেলউডকে সামলানো যে কোনও দলের কাছেই বিরাট বড় চ্যালেঞ্জ। তবুও পারথ টেস্টের মতোই গাব্বাতেও সেই সমস্যা কাটিয়ে উঠতে চাইবেন বিরাট কোহলিরা। হেজলউড দলে ফেরায় অস্ট্রেলিয়ার শক্তি যে আরও বাড়বে তা বলাই বাহুল্য। আর এটাই ভারতীয় ব্যাটারদের কাছে বড় চিন্তার কারণ হতে পারে। ম্যাচের আগের দিনই দল ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া।
ব্রিসবেনে অস্ট্রেলিয়ার প্রথম একাদশ: উসমান খোয়াজা, নাথান ম্যাকসুইনি, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রেভিস হেড, মিচ মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচ স্টার্ক, নাথান লায়ন এবং জস হ্যাজেলউড।