অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টেও বিতর্কের কেন্দ্রে মহম্মদ সিরাজ। অ্যাডিলেড টেস্টে ট্রাভিস হেডের সঙ্গে তর্ক নিয়ে বেশ জলঘোলা হয়েছিল। আর এবার গাব্বায় অজি দর্শকদের বিদ্রুপের মুখে পড়তে হল ভারতীয় দলের তারকা পেসারকে। তবে এবারেই প্রথম নয়, গতবারেও গ্যালারি থেকে সিরাজকে বর্ণবিদ্বেষ মূলক মন্তব্য করার অভিযোগ উঠে অস্ট্রেলিয়ার সমর্থকদের বিরুদ্ধে।
গাব্বাতে প্রথম দিনের খেলা অনেকটাই নষ্ট হয়েছে বৃষ্টির জন্য। টসে জিতে রোহিত শর্মা ব্যাট করতে পাঠান অস্ট্রেলিয়াকে। গাব্বা টেস্টের প্রথম দিনে বুমরাহের সঙ্গে বোলিং করেন মহম্মদ সিরাজ। কিন্তু সিরাজের হাতে বল উঠতেই গ্যালারির তিক্ত অভিজ্ঞতার মুখে পরতে হল সিরাজকে। সিরাজ বল হাতে নিতেই গ্যালারির একটা অংশ থেকে 'বু' চিৎকার শোনা যায়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দার ঝড় বইছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখছেন, সিরাজকে ব্যঙ্গ করতেই গ্যালারিতে ভিড় হয়েছে। তবে কিন্তু কেন বার বার সিরাজকেই টার্গেট করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে।
দ্বিতীয় টেস্টে ট্রাভিস হেডকে বোল্ড করার পর তাঁকে প্যাভেলিয়ানের রাস্তা দেখান সিরাজ। সিরাজের দাবি, হেড তাঁকে গালাগাল করাতেই এমন আচরন করেছেন তিনি। হেড বলেন, 'আমি সিরাজকে বলেছিলাম যে ভালো বল করেছো। কিন্তু ও যখন ড্রেসিংরুমের দিকে তাকিয়ে আমায় অঙ্গভঙ্গি করে, তখন আমিও পাল্টা দিয়েছি। ওরা যদি ওরকম আচরণ করতে চায় এবং নিজেদের ওরকমভাবে তুলে ধরতে চায়, তাহলে তাই করুক।'
সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসে সিরাজ বলেন, '(হেডকে) বোল্ড করার পরে আমি সেলিব্রেশন করছিলাম। ও আমায় (প্রথমে) গালিগালাজ করে। আপনি টিভিতেও সেটা দেখতে পাবেন যে ও কী বলছে। প্রথমে আমি সেলিব্রেশনই করছিলাম। আমি ওকে কিছু বলিনি। ও সাংবাদিক বৈঠকে ভুল কথা বলেছে। মিথ্যে বলেছে যে আমায় ভালো বোলিং করেছো বলেছিল। সেটা মোটেও বলেনি।'
সিরাজ জানিয়েছেন, হেড যেরকম আচরণ করেন, সেটা তাঁর মোটেও ভালো লাগেনি। তাই পালটা জবাব দিয়েছেন। আর সেই কাজটা করে সিরাজ যে কোনও ভুল কারননি, তা সাফ জানিয়েছেন স্টার স্পোর্টসের সঞ্চালক তথা ভারতের প্রাক্তন তারকা অফস্পিনার হরভজন সিং। তিনি সাফ জানিয়েছেন, অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের স্বভাবই এরকম। ওঁরা মোটেও ভালো বোলিং করেছো' বলার লোক নন।