বল করতে করতেই চোট পেলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। গাব্বা টেস্টের দ্বিতীয় দিনে বল করতে করতে হ্যামস্ট্রিং-এ চোট পান টিম ইন্ডিয়ার (Team India) বোলার। টানা সাত ওভারের স্পেল করতে করতেই মাঠ ছাড়তে হয় সিরাজকে। বল করে নিজের রান আপে ফিরে যাওয়ার সময় অস্বস্তি অনুভব করেন সিরাজ। সঙ্গে সঙ্গে ডেকে নেন ফিজিওকে। এরপর তার সঙ্গে ড্রেসিংরুমে চলে যান সিরাজ।
চোট কোথায়?
বাঁ পায়ের হ্যামস্ট্রিং ধরে স্ট্রেচ করতে দেখা গিয়েছিল সিরাজকে। সেই কারণেই মনে করা হচ্ছে, সিরাজের হয়ত হ্যামস্ট্রিং-এই টান লেগেছে। স্পেলের মাঝে সিরাজ ড্রেসিংরুমে ফিরে গেলেও ভারতীয় দলের পক্ষ থেকে কোনও আপডেট এখনও আসেনি। তিনি ওভারের মাঝপথে ফিরে যাওয়ায় আকাশ দীপ বাকি ওভার শেষ করেন। যদিও লাঞ্চের আগেই তাঁকে ফের ফিরে আসতে দেখে আশ্বস্ত হন ফ্যানরা।
টেস্টের আগে বিশ্রাম পেয়েছিলেন সিরাজ
ব্রিসবেন টেস্টের আগে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবেই সিরাজকে অনুশীলনে বিশ্রামও দেওয়া হয়েছিল। অ্যাডিলেড টেস্ট হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া ভারতীয় দল। আর সেক্ষেত্রে সিরাজ রোহিত শর্মার বড় অস্ত্র। তাঁকে মাঠের বাইরে চলে যেতে দেখলে ভারতীয় ফ্যানদের আশঙ্কা যে বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।
গাব্বা টেস্টে প্রথম দিনের খেলা বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর, দ্বিতীয় দিনে দারুণ ছন্দে ভারতীয় বোলাররা। জোড়া উইকেট তুলে নেন জসপ্রীত বুমরা। আর একটা উইকেট নীতিশ রেড্ডির। ফলে ১০০ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে ফেলে অজিরা। দিনের শুরুর দিকেই ফুল লেংথে বল করেই সাফল্য এনে দেন বুমরা। ৩১ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। বুমরার বলে ঋষভ পান্তকে ক্যাচ দিয়ে ফেরেন উসমান খজা।
এরপর ম্যাকসুইনিকেও প্যাভেলিয়ানের রাস্তা দেখান বুমরা। গুড লেংথ বলেও খোঁচা মেরে স্লিপে ক্যাচ দিয়ে আউট অজি ওপেনার। লাঞ্চের আগে আরও একটা উইকেট তুলে নেয় টিম ইন্ডিয়া। উইকেট পান নীতিশ রেড্ডি। লাবুশেন অফ স্ট্যাম্পের বাইরের বলে খোঁচা মেরে আউট হন।