ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিন বৃষ্টির জন্য খেলা হয়নি। তবে গাব্বার গ্যালারিতে দেখা গেল সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) মেয়ে সারা তেন্ডুলকর (Sara Tendulkar)। নীল রংয়ের এক স্লিভলেশ টপ পরা সারার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সারা ট্রেন্ডিংয়ে, নেটিজেনরা মনে করছেন, শুভমন গিলের জন্যই ম্যাচ দেখতে এসেছেন সারা। তবে শুধু সারা নয়, একই সঙ্গে দেখা গিয়েছে জাহির খান ও হরভজন সিংকে।
সারার অপর এক ভাইরাল ছবিতে দেখা গিয়েছে মোবাইলে চোখ রেখেছেন তিনি। নেটিজেনরা শুভমন গিলের খোঁজ নেবেন না, তাও হয় নাকি! হল না এ বারও। সোশ্যাল মিডিয়ায় অনেকেই সারার ছবির কমেন্ট সেকশনে লিখতে শুরু করেছেন শুভমন গিলকে সমর্থন করতে ব্রিসবেনে এসেছেন সারা। কেউ আবার লিখেছেন, ‘সারা গ্যালারিতে, শুভমন গিলের সেঞ্চুরি লোডিং।’ একজন লিখেছেন, সারা টিম ইন্ডিয়াকে সমর্থন করতে এসেছেন। সেখানে এক ব্যক্তি কমেন্টে লেখেন, ‘ভারতকে নয়, গিলকে সাপোর্ট করতে এসেছেন সারা।’ কেউ কেউ আবার খোঁজ করছেন, শুভমন গিল কি গ্যালারিতে সারাকে দেখেছেন? কে বলতে পারে, হয়তো সত্যিই ভারতীয় তারকার চোখ গিয়েছে গাব্বার গ্যালারিতে!
সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকর একজন ফ্যাশন আইকন এবং সোশ্যাল মিডিয়া সেনসেশন। সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ সক্রিয় থাকেন। তিনি প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় তার ছবি এবং ভিডিও শেয়ার করেন। সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ সক্রিয় থাকেন। তিনি প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় তার ছবি এবং ভিডিও শেয়ার করেন। এদিকে সারা তেন্ডুলকর একটি ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করেছেন এবং জানিয়েছেন যে তিনি ব্রিসবেনে পৌঁছে গিয়েছেন। এর পরে, ব্রিসবেনের গাব্বায় ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনে শনিবার সারাকে স্ট্যান্ডে দেখা যায়।
গত বছরের ৩১ অক্টোবর মুম্বইয়ে অনুষ্ঠিত জিও ইভেন্টে সারা এবং শুভমানকে একসঙ্গে দেখা গিয়েছিল। এই ইভেন্টে, সারা তেন্ডুলকর একটি লাল রঙের গাউনে এবং শুভমান একটি কালো রঙের পোশাকে এসেছিলেন। ২০২৩ বিশ্বকাপের অনেক ম্যাচেই টিম ইন্ডিয়ার মনোবল বাড়াতে এসেছিলেন সারা তেন্ডুলকর। এই সময়ে, তাকে শুভমান গিলের শট এবং তার ক্যাচের জন্য ক্রমাগত উল্লাস করতে দেখা গেছে।