scorecardresearch
 
Advertisement

India vs Australia 4th Test Day1 Live Score: প্রথম দিনের শেষে ভাল জায়গায় অস্ট্রেলিয়া, উইকেটে কামিন্স-স্মিথ

Aajtak Bangla | মেলবোর্ন | 26 Dec 2024, 12:17 PM IST

চতুর্থ টেস্টে ভারতীয় দলে দুই বদল। অস্ট্রেলিয়া দলওে বদল এসেছে। টসে হেরে ফিল্ডিং করছে ভারতীয় দল। অস্ট্রেলিয়া দলে অভিষেক করা ১৯ বছরের কনস্টাস দারুণ ছন্দে। 

Steve Smith Steve Smith

চতুর্থ টেস্টে ভারতীয় দলে দুই বদল। অস্ট্রেলিয়া দলওে বদল এসেছে। টসে হেরে ফিল্ডিং করছে ভারতীয় দল। অস্ট্রেলিয়া দলে অভিষেক করা ১৯ বছরের কনস্টাস দারুণ ছন্দে। 

12:17 PM (23 ঘন্টা আগে)

আউট কেরি

Posted by :- Jagrick Dey

প্রথম দিনের শেষে দারুণ সাফল্য আকাশদীপের। নতুন বলে অজি উইকেটকিপার ব্যাটারকে কট বিহাইন্ড করলেন বাংলার বোলার। ২৯৯ রানে ৬ উইকেট অস্ট্রেলিয়ার। 

11:19 AM (গতকাল)

ভারতকে ম্যাচে ফেরালেন বুমরা

Posted by :- Jagrick Dey

পরপর উইকেট হারাল অস্ট্রেলিয়া। ৪ রান করে আউট মার্শ। বড় শট খেলতে গিয়ে বল ব্যাটের কানা ছুঁইয়ে চলে গেল পান্তের হাতে। ২৪৬ রানে ৫ উইকেট হারাল অস্ট্রেলিয়া।

11:06 AM (গতকাল)

বড় সাফল্য পেল টিম ইন্ডিয়া

Posted by :- Jagrick Dey

দারুণ বোলিং বুমরার। ০ রানেই আউট ট্রাভিস হেড। বুমরার বল ভেতরে ঢুকতে পারে তা বুঝতেই পারেননি হেড। ছেড়ে দিয়েছিলেন, আর সেই বলে স্ট্যাম্প ভেঙে গেল হেডের। ২৪০ রানে ৪ উইকেট হারাল অস্ট্রেলিয়ার। 

10:58 AM (গতকাল)

৭২ রান করে আউট লাবুশেন

Posted by :- Jagrick Dey

উইকেট নিলেন ওয়াশিংটন সুন্দর। আউট লাবুশেন। ৩ উইকেটে ২৩৭ রান অস্ট্রেলিয়ার। 

Advertisement
10:12 AM (গতকাল)

হাফ সেঞ্চুরি লাবুশেনের

Posted by :- Jagrick Dey

২ উইকেটে ১৯০ রান অস্ট্রেলিয়ার। ১১৪ বল খেলে হাফ সেঞ্চুরি করে ফেললেন লাবুশেন। দারুণ ব্যাটিং অস্ট্রেলিয়ার। 

8:41 AM (গতকাল)

দারুণ ছন্দে খজাও

Posted by :- Jagrick Dey

লাবুশেনের সঙ্গে  এবার জুটি গড়ে তুলছেন খজা। চালকের আসনে অস্ট্রেলিয়া। ১ উইকেট হারালেও ১৩৮ রান করে ফেলেছে অজিরা। 

6:40 AM (গতকাল)

উইকেট জাদেজার

Posted by :- Jagrick Dey

৬০ রান করে লেগ বিফোর কনস্টাস, ১ উইকেটে ৮৯ রান অস্ট্রেলিয়ার। উইকেট নিলেন রবীন্দ্র জাদেজা। 

6:13 AM (গতকাল)

হাফ সেঞ্চুরি কনস্টাসের

Posted by :- Jagrick Dey

ভারতীয় বোলারদের দিশেহারা দেখাচ্ছে কনস্টাসের ব্যাটের সামনে। মেলবোর্নে কনস্টাসের শাসন। পেরলেন হাফ সেঞ্চুরিও। 

6:11 AM (গতকাল)

ঝোড়ো ব্যাটিং অস্ট্রেলিয়ার

Posted by :- Jagrick Dey

দারুণ ছন্দে কনস্টাস। চার-ছক্কায় মাতিয়ে রেখেছেন অভিষেক করা এই ক্রিকেটার।  

Advertisement
6:09 AM (গতকাল)

টসে জিতল অস্ট্রেলিয়া

Posted by :- Jagrick Dey

টসে জিতে ভারতীয় দলকে ফিল্ডিং করতে পাঠাল অস্ট্রেলিয়া।  

6:08 AM (গতকাল)

দুই দলেই বড় বদল

Posted by :- Jagrick Dey

এই ম্যাচে ভারতের প্লেয়িং ১১-এ সুযোগ পেয়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। বাদ পড়লেন শুভমান গিল। যেখানে টপ অর্ডারে ব্যাট করবেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়া দলের কথা বলতে গেলে, এই ম্যাচে চোটের কবলে পড়া জশ হ্যাজেলউডের জায়গায় ফিরেছেন স্কট বোল্যান্ড। এমসিজি বোল্যান্ডের হোম গ্রাউন্ড। এই ম্যাচে নাথান ম্যাকসুইনির জায়গায় ওপেন করছেন স্যাম কনস্টাস।