scorecardresearch
 

India vs Australia Rohit Sharma: 'রোহিতের জায়গা ছাড়াই উচিত,' পূজারা ঠিক কী বলতে চাইলেন?

IND vs AUS 3rd Test: ওপেন নয়, রোহিত শর্মার (Rohit Sharma) উচিত মিডল অর্ডারে ব্যাট করা। গাব্বা টেস্টের আগে এমন মন্তব্যই করলেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। পারথ টেস্টে খেলেননি ভারতীয় দলের (Team India) ক্যাপ্টেন। অ্যাডিলেড ওভালে দ্বিতীয় টেস্টে ওপেন করতে না নেমে ছয় নম্বরে নেমেছিলেন রোহিত। তাতেও লাভ হয়নি। দুই ইনিংসের একবারও রান পাননি টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। হেরে গিয়েছে ভারতীয় দল। আবার ওপেন করতে নেমেও রান পাননি কেএল রাহুল (KL Rahul)।

Advertisement
হাইলাইটস
  • দ্বিতীয় টেস্টে ওপেন করতে নামেননি রোহিত
  • ছয় নম্বরে নেমেও ব্যর্থ টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন

ওপেন নয়, রোহিত শর্মার (Rohit Sharma) উচিত মিডল অর্ডারে ব্যাট করা। গাব্বা টেস্টের আগে এমন মন্তব্যই করলেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। পারথ টেস্টে খেলেননি ভারতীয় দলের (Team India) ক্যাপ্টেন। অ্যাডিলেড ওভালে দ্বিতীয় টেস্টে ওপেন করতে না নেমে ছয় নম্বরে নেমেছিলেন রোহিত। তাতেও লাভ হয়নি। দুই ইনিংসের একবারও রান পাননি টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। হেরে গিয়েছে ভারতীয় দল। আবার ওপেন করতে নেমেও রান পাননি কেএল রাহুল (KL Rahul)।
 

'আরও ইতিবাচক হতে হবে রোহিতকে'
চেতেশ্বর পূজারা মনে করেন ভারতীয় দলের ক্যাপ্টেন ব্যাট হাতে বেশ সমস্যায় রয়েছেন। তবে সেখান থেকে বেরিয়ে আসার কৌশলও জানিয়েছেন পূজারা। তিনি বলেন, 'নিউজিল্যান্ডের বিপক্ষে খুব বেশি রান করেনি। অস্ট্রেলিয়াতেও ওর শুরুটা ভালো হয়নি, তাই তার উপর পারফর্ম করার কিছুটা চাপ রয়েছে। কিন্তু তার মতো ক্রিকেটারকে আরও ইতিবাচক হতে হবে এবং ফুটওয়ার্কের উপর একটু বেশি নজর দিতে হবে।' 
 

পূজারা মনে করেন, ছয় নম্বরে আসা উচিত রোহিতের
কেন তাঁর জন্য ছয় নম্বরে ব্যাট করাই উপযুক্ত? তা নিয়েও নিজের মত জানিয়েছে পূজারা। বলেন, 'স্টাম্প লাইনে বল অনেক সমস্যায় ফেলেছে রোহিতকে। বোল্ড হওয়ার পাশাপাশি এলবিডব্লিউ আউট হচ্ছেন, যা কিছুটা উদ্বেগের। এই লাইন নিয়েই ওকে নেটে অনুশীলন করতে হবে। আমি মনে করি তার ৬ নম্বরে ব্যাটিং চালিয়ে যাওয়া উচিত। আমরা ভারতের ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি, কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়াল। তারা প্রথম টেস্ট ম্যাচে সত্যিই ভাল ব্যাট করেছে, শুভমানও তিন নম্বরে ব্যাট করার সম্ভাবনা রয়েছে। আমাদের দীর্ঘমেয়াদী সম্পর্কে চিন্তা করা উচিত এবং সেই কারণেই আমি মনে করি যে রোহিতের ৬ নম্বরে ব্যাটিং চালিয়ে যাওয়া উচিত।' 

আরও পড়ুন

রোহিতের দারুণ রেকর্ড
দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় রোহিত সব মিলিয়ে ৪৬টি ইনিংস খেলেছেন। তার মধ্যে ২০টি ইনিংসে ওপেনার হিসাবে খেলেছেন তিনি। তাঁর গড় ৩০-এর কম। মিডল অর্ডারে যে ২৬টি ইনিংস তিনি খেলেছেন সেখানে ৩৭.৮ গড়ে রান করেছেন। অর্থাৎ, এই চারটি দেশে নতুন বলের বদলে একটু পুরনো বলেই খেলতে বেশি সুবিধা হয় রোহিতের।
 

Advertisement

অস্ট্রেলিয়াতেও দারুণ পরিসংখ্যান রোহিতের
শুধু অস্ট্রেলিয়ার পরিসংখ্যান দেখলেও সেটা স্পষ্ট। অস্ট্রেলিয়ায় মোট আটটি টেস্ট খেলেছেন রোহিত। করেছেন ৪১৭ রান। ২৭.৮ গড়ে রান করেছেন ভারত অধিনায়ক। তিনটি অর্ধশতরান করেছেন তিনি। এই আটটি টেস্টের মধ্যে মাত্র দু’টি টেস্টে ওপেন করেছেন রোহিত। করেছেন ১২৯ রান। চারটি ইনিংসে রোহিতের গড় ৩২.২৫। একটি অর্ধশতরান করেছেন ওপেনিংয়ে। অন্য দিকে মিডল অর্ডারে ছ’টি টেস্টে ২৮৮ রান করেছেন তিনি। কিন্তু সেখানে ১০টি ইনিংস খেলেছেন রোহিত। তার মধ্যে শেষ দু’টি ইনিংসে মাত্র ৯ রান তাঁর। বাকি আটটি ইনিংসে ৩৪.৮৮ গড়ে রান করেছেন তিনি। রয়েছে দু’টি অর্ধশতরান। ২০২০-২১ সিরিজ়েই একমাত্র ওপেন করেছেন রোহিত। তার আগে ২০১৪-১৫ ও ২০১৮-১৯ সফরে মিডল অর্ডারে খেলেছেন তিনি। সেই দু’টি সিরিজ়ে রানও পেয়েছেন রোহিত।  

Advertisement