ব্রিসবেন টেস্টে ভারতীয় দলে জোড়া বদল। বোলিং বিভাগেই এই দুই বদল এনেছেন রোহিত শর্মারা। গাব্বায় ভারতীয় দল টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। দলে এসেছেন বাংলার আকাশ দীপ ও রবীন্দ্র জাদেজা। পারথে অনুষ্ঠিত প্রথম টেস্টে ২৯৫ রানে দুর্দান্ত জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। যেখানে অ্যাডিলেডে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া দারুণভাবে ফিরে আসে ১০ উইকেটে জয় পায় তারা।
ফলে পাঁচ ম্যাচের সিরিজে সমতা ফিরিয়ে এনেছে অস্ট্রেলিয়া। এর আগে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে এই মাঠে সাতটি টেস্ট ম্যাচ খেলা হয়েছিল, যার মধ্যে ভারত হেরেছিল ৫টিতে এবং একটি ম্যাচ ড্র হয়েছিল। গাব্বায় ভারতীয় দলের একমাত্র টেস্ট জয় ছিল ২০২১ সালের জানুয়ারিতে। সেও সময় ঋষভ পান্তরা অস্ট্রেলিয়াকে তিন উইকেটে হারায়।
অস্ট্রেলিয়া দলেও বদল
চোটের জন্য দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি জস হ্যাজেলউড (Josh Hazlewood)। তবে তৃতীয় টেস্টে ফিরছেন অস্ট্রেলিয়ার তারকা ফাস্ট বোলার। অ্যাডিলেডে সুযোগ পেয়ে স্কট বোলান্ড (Scott Boland) দারুণ বল করেছিলেন। সেই টেস্টে দুই ইনিংস মিলিয়ে পাঁচটি উইকেট নিয়েছিলেন। কিন্তু ব্রিসবেন টেস্টে তাঁকেই বসতে হবে মাঠের বাইরে।
পেস ত্রয়ীকে চিন্তা ভারতের
বর্ডার-গাভাস্কার ট্রফিতে পারথ টেস্ট হারের পর দারুণভাবে ফিরে এসেছে অস্ট্রেলিয়া দল। দিন রাতের টেস্টে রোহিত শর্মার দলকে ১০ উইকেটে হারিয়ে দেয় অস্ট্রেলিয়া। বাকি রয়েছে আরও তিন ম্যাচ। ব্রিসবেন টেস্টে ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠতে চাইবেন ভারতীয় দলের ক্রিকেটাররা। তবে সেক্ষেত্রে বড় বাধা হতে পারেন অস্ট্রেলিয়ার পেস ত্রয়ী। মিচেল স্টার্ক, কামিন্স এবং হ্যাজেলউডকে সামলানো যে কোনও দলের কাছেই বিরাট বড় চ্যালেঞ্জ। তবুও পারথ টেস্টের মতোই গাব্বাতেও সেই সমস্যা কাটিয়ে উঠতে চাইবেন বিরাট কোহলিরা। হেজলউড দলে ফেরায় অস্ট্রেলিয়ার শক্তি যে আরও বাড়বে তা বলাই বাহুল্য। আর এটাই ভারতীয় ব্যাটারদের কাছে বড় চিন্তার কারণ হতে পারে। ম্যাচের আগের দিনই দল ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া।
ব্রিসবেন টেস্টের জন্য ভারতের প্লেয়িং ১১: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), নীতীশ কুমার রেডিড, রবীন্দ্র জাদেজা, আকাশ দীপ, জাসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ।
ব্রিসবেন টেস্টের জন্য অস্ট্রেলিয়ার প্লেয়িং ইলেভেন: উসমান খাজা, নাথান ম্যাকসুইনি, মারনাস ল্যাবুসচেন, স্টিভ স্মিথ, ট্র্যান্ডিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, জশ হ্যাজলউড।