scorecardresearch
 

Rohit Sharma: কেএল রাহুল পেতে পারেন গুরুদায়িত্ব, রোহিত ও গিলের জন্য কাদের কুরবানি?

Border Gavaskar Trophy: রোহিত শর্মা পঞ্চম অথবা ষষ্ঠ নম্বরে ব্যাটিং করতে পারেন অ্যাডিলেড টেস্টে। ৩ নম্বর ও ৪ নম্বরে নামতে পারেন শুভমান গিল ও বিরাট কোহলি। রোহিত এখনও পর্যন্ত টেস্ট কেরিয়ারে ৯টি টেস্টে ৫ নম্বরে ব্যাটিং করেছেন। ওই স্লটে তাঁর পারফর্ম্যান্স ১৬টি ইনিংসে ৪৩৭ রান, গড় ২৯.১৩। সর্বোচ্চ রান ৭৯।

Advertisement
রোহিত শর্মা ও কেএল রাহুল -- পিটিআই রোহিত শর্মা ও কেএল রাহুল -- পিটিআই
হাইলাইটস
  • ষষ্ঠ নম্বরে খতরনাক হয়ে ওঠেন রোহিত
  • রোহিত ও শুভমানের জন্য কাদের কুরবানি?
  • অ্যাডিলেড টেস্টের জন্য সম্ভাব্য প্লেয়িং-১১অ্যাডিলেড টেস্টের জন্য সম্ভাব্য প্লেয়িং-১১

KL Rahul, India vs Australia: ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশড হয়েও পারথ টেস্ট জিতে অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের মনোবল তুঙ্গে। ৫ টেস্টের বর্ডার-গাভাস্কার ট্রফিতে একটি টেস্টে জিতে এগিয়ে রয়েছে ভারত। 

৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। তার আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্র্যাক্টিস ম্যাচেও ৬ উইকেটে জিতেছে ভারত। ওই ম্যাচেই একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। অধিনায়ক রোহিত শর্মাকে দেখা গেল, নিজে ওপেন না করে ওই পজিশনটি দিয়ে দিলেন কেএল রাহুলকে।  বস্তুত, ওই ম্যাচে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করেন কেএল রাহুল। প্রথম টেস্টে রোহিত খেলেননি। অ্যাডিলেড টেস্টের আগে রোহিত যোগ দিয়ে দিয়েছেন টিম ইন্ডিয়ায়। প্র্যাক্টিস ম্যাচে দেখা গেল, রোহিত নামলেন চতুর্থ স্থানে। তাঁর জায়গায় ওপেন করলেন রাহুল। ওই ম্যাচে ১১ বলে মাত্র ৩ রান করেই আউট হয়ে যান রোহিত। তবে দ্বিতীয় টেস্টে যে রাহুল ও যশস্বী ওপেন করতে পারেন, তার ইঙ্গিত স্পষ্ট। রোহিত সম্ভবত মিডল অর্ডারে নামবেন।

ষষ্ঠ নম্বরে খতরনাক হয়ে ওঠেন রোহিত

আরও পড়ুন

রোহিত শর্মা পঞ্চম অথবা ষষ্ঠ নম্বরে ব্যাটিং করতে পারেন অ্যাডিলেড টেস্টে। ৩ নম্বর ও ৪ নম্বরে নামতে পারেন শুভমান গিল ও বিরাট কোহলি। রোহিত এখনও পর্যন্ত টেস্ট কেরিয়ারে ৯টি টেস্টে ৫ নম্বরে ব্যাটিং করেছেন। ওই স্লটে তাঁর পারফর্ম্যান্স ১৬টি ইনিংসে ৪৩৭ রান, গড় ২৯.১৩। সর্বোচ্চ রান ৭৯।

সেখানে ৬ নম্বর পজিশনে ব্যাটিংয়ে রোহিত শর্মার গড় ৫৪.৫৭। ২৫টি ইনিংসে ১ হাজার ৩৭ রান। তার মধ্যে ৩টি সেঞ্চুরি। সেরা স্কোর ১৭৭ রান। তাই রোহিত যদি ৬ নম্বরে ব্যাটিং করেন, তা খতরনাক হতে পারে বিপক্ষের কাছে। 

রোহিত ও শুভমানের জন্য কাদের কুরবানি?

Advertisement

চোটের জন্য শুভমান গিলও প্রথম টেস্টে খেলেননি। তবে অনুশীলন ম্যাচে ভাল খেললেন তিনি। ৬২ বলে অপরাজিত ৫০ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন তিনি। এমন পরিস্থিতিতে অ্যাডিলেড টেস্টেও গিলের ফেরা নিশ্চিত মনে হচ্ছে। এইভাবে অধিনায়ক রোহিতের কাছে কঠিন প্রশ্ন থাকবে যে তার এবং গিলের ফেরার কারণে প্লেইং-11 থেকে কাকে বাদ দেওয়া উচিত? রোহিত এবং গিল প্লেয়িং-11-এ প্রবেশের পথ তৈরি করতে দেবদত্ত পাডিক্কল এবং ধ্রুব জুরেলকে বাদ দেওয়া হতে পারে। পারথ টেস্টে ভালো পারফর্ম করতে পারেননি দুজনই। প্রথম ইনিংসে পাদিক্কল খাতা খুলতে পারেননি, যেখানে দ্বিতীয় ইনিংসে করেন ২৫ রান। যেখানে জুরেল দুই ইনিংসে মাত্র ১১ ও ১ রান করতে পারেন।

অ্যাডিলেড টেস্টের জন্য সম্ভাব্য প্লেয়িং-১১

কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পন্ত (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, নীতীশ রেড্ডি, হর্ষিত রানা, জাসপ্রিত বুমরাহ এবং মহম্মদ সিরাজ।

  

Advertisement