India vs Australia Test Series: নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ০-৩-এ হেরেছিল ভারত। সেই হারের ধাক্কা যেতে না যেতেই সামনে আবারও এক বড় চ্যালেঞ্জ। বর্ডার-গাভাস্কার ট্রফির জন্য অস্ট্রেলিয়া সফরে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। আর এখানেই নিজেদের ঘুরে দাঁড় করাতে মরিয়া ভারতীয় দল। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্যও এই সিরিজটি ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আগামী ২২ নভেম্বর পার্থের অপটাস স্টেডিয়ামে লড়াই শুরু।
পার্থ টেস্টে খেলবেন কেএল রাহুল, বাদ রোহিত-গিল
পার্থ টেস্টের আগে ভারতীয় টিমে বেশ কিছু রদবদল করা হয়েছে। নেটে পুরোদমে প্র্যাকটিস শুরু করে দিয়েছেন কেএল রাহুল। ভারত-এ-এর বিপক্ষে অনুশীলন ম্যাচে প্রসিধ কৃষ্ণের বলে চোট পেয়েছিলেন কেএল রাহুল। ডান কনুইতে চোট ছিল। সেই কারণে বিশ্রামে ছিলেন তারকা ব্যাটার। তবে এখন তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।
প্রথম ম্যাচে অধিনায়ক রোহিত শর্মার থাকছেন না। যশস্বী জয়সওয়ালের সঙ্গে কেএল রাহুলই ইনিংস ওপেন করবেন বলে মনে করা হচ্ছে। দ্বিতীয়বারের মতো বাবা হচ্ছেন রোহিত। পরিবারকে সময় দিতে চান বলেই পার্থ টেস্টে নামছেন না। তবে অ্যাডিলেড টেস্টে টিমে যোগ দিতে পারেন রোহিত। অন্যদিকে, পার্থ টেস্টে শুভমান গিলের খেলার সম্ভাবনা কম। কেন?
প্রাকটিস ম্যাচে দ্বিতীয় স্লিপে ক্যাচ নিতে গিয়ে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান শুভমান গিল। ইনজুরির পর বেশ ব্যথায় ভুগছিলেন। বিসিসিআই-এর এক সূত্র সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছে, গিলের বাঁ হাতের বুড়ো আঙুলে ফ্র্যাকচার রয়েছে। টেস্ট শুরু হতে মাত্র এক সপ্তাহ বাকি। এইটুকু কম সময়ে তাঁর রিকভারি হওয়ার সম্ভাবনা কম।
ডাক্তাররা বলছেন, বুড়ো আঙুলে ফ্র্যাকচার হলে তা ঠিক হতে অন্তত ১৪ দিন সময় লাগে। তারপরেও সরাসরি খেলতে না নেমে কিছুদিন নেটে হাল্কা প্র্যাকটিস করা প্রয়োজন। ফলে প্রথম টেস্টে শুভমন গিলের নামার সম্ভাবনা কার্যত অনিশ্চিত।
আগামী ৬ ডিসেম্বর অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে সেই ম্যাচ নাগাদ সম্ভবত ফিট হয়ে যাবেন শুভমন গিল।
এদিকে প্র্যাকটিসের সময় কনুইতে চোট পান সরফরাজ খানও। তবে আপাতত তিনি সুস্থ আছেন। পার্থ টেস্টের জন্য ফিটও হয়ে গিয়েছেন সরফরাজ। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে এক ম্যাচে ১৫০ রানের ইনিংস খেলেছিলেন সরফরাজ। ফলে এমন ফর্মে থাকা প্লেয়ারই দরকার ভারতের।
কেএল রাহুল টিমে ফিরছেন বটে। তবে বিশ্লেষকরা বলছেন, এই টেস্ট তাঁর জন্য নিজেকে প্রমাণ করার একটি সুযোগ বলা যেতে পারে। কারণ সাম্প্রতিক অতীতে তিনি সেভাবে ছাপ ফেলতে পারেননি। বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন। দ্বিতীয় টেস্টে 12 রান করে প্যাভিলিয়নে ফিরেছিলেন। এরপর বাকি দুই ম্যাচে প্লেয়িং-১১-এ জায়গা পাননি। কেএল রাহুল অস্ট্রেলিয়া এ-এর বিরুদ্ধেও রান পাননি। প্রথম ইনিংসে 4 রান এবং দ্বিতীয় ইনিংসে 10 রান করেন।
অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতের টিম
রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ইশ্বরন, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্ত (উইকেটকিপার), সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিধ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর।
প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার স্কোয়াড:
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেরি, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস, উসমান খাজা, মারনাস লাবুসচেন, নাথান লিয়ন, মিচেল মার্শ, নাথান ম্যাকসুইনি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক।
ভারতের অস্ট্রেলিয়া সফরের সময়সূচি (নভেম্বর 2024 - জানুয়ারী 2025)
22-26 নভেম্বর: প্রথম টেস্ট, পার্থ
6-10 ডিসেম্বর: দ্বিতীয় টেস্ট, অ্যাডিলেড
14-18 ডিসেম্বর: তৃতীয় টেস্ট, ব্রিসবেন
26-30 ডিসেম্বর: চতুর্থ টেস্ট, মেলবোর্ন
03-07 জানুয়ারি: পঞ্চম টেস্ট, সিডনি