scorecardresearch
 

India vs Pakistan Asia Cup 2023 : পাকিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচ খেলবে ভারত ? এশিয়া কাপের সূচি ঘোষণা

এশিয়া কাপের সূচি ঘোষণা করল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)। এবছর হাইব্রিড মডেলে এশিয়া কাপ হবে। এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। তবে তাদের মাটিতে ম্যাচ হবে ৪টে। ফাইনালসহ বাকি ৯ ম্যাচ হবে শ্রীলঙ্কায়। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ সোশ্যাল মিডিয়ায় এই সূচি প্রকাশ করেন।

Advertisement
রোহিত শর্মা ও বাবর আজম রোহিত শর্মা ও বাবর আজম
হাইলাইটস
  • এশিয়া কাপের সূচি ঘোষণা করল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)
  • পাকিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচ খেলবে ভারত

এশিয়া কাপের সূচি ঘোষণা করল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)। এবছর হাইব্রিড মডেলে  এশিয়া কাপ হবে। এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। তবে তাদের মাটিতে ম্যাচ হবে ৪টে। ফাইনালসহ বাকি ৯ ম্যাচ হবে শ্রীলঙ্কায়। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ সোশ্যাল মিডিয়ায় এই সূচি প্রকাশ করেন। সেই অনুযায়ী এবার এশিয়া কাপে ভারতীয় দলের প্রথম ম্যাচ হবে পাকিস্তানের বিরুদ্ধে। এই ম্যাচটি ২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার ক্যান্ডিতে হবে। এছাড়া এই টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের মধ্যে আরও দুটি ম্যাচ হতে পারে।

আসলে এশিয়া কাপের একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। এছাড়াও এই গ্রুপে আছে নেপাল। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এই গ্রুপ পর্বে প্রথম ম্যাচ ফিক্সড। তা ছাড়া সুপার-৪-এ ভারত-পাকিস্তান কোয়ালিফাই করবে এটাও প্রায় নিশ্চিত। 

এমন পরিস্থিতিতে সুপার-৪-এও ভারত বনাম পাকিস্তান ম্যাচ হতে পারে। দুই দল ফাইনালে উঠলে   তৃতীয় বার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। সুতরাং, শুধুমাত্র সেপ্টেম্বর মাসেই ভারত-পাকিস্তানের মধ্যে ৩টি ম্যাচ হতে পারে।

  • একনজরে সূচি 
  • ৩০ আগস্ট: পাকিস্তান বনাম নেপাল - মুলতান 
  • ৩১ আগস্ট: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা - ক্যান্ডি 
  • ২ সেপ্টেম্বর: ভারত বনাম পাকিস্তান - ক্যান্ডি 
  • ৩ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান - লাহোর 
  • ৪ সেপ্টেম্বর: ভারত বনাম নেপাল - ক্যান্ডি 
  • ৫ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান - লাহোর 
  • সুপার- ফোর পর্বের সময়সূচী 
  • ৬ সেপ্টেম্বর: A1 বনাম B2 - লাহোর 
  • ৯ সেপ্টেম্বর: B1 বনাম B2 - কলম্বো (শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ হতে পারে) 
  • ১০ সেপ্টেম্বর: A1 বনাম A2 - কলম্বো (ভারত বনাম পাকিস্তান হতে পারে) 
  • ১২ সেপ্টেম্বর: A2 বনাম B1 - কলম্বো 
  • ১৪ সেপ্টেম্বর: A1 বনাম B1 - কলম্বো 
  • ১৫ সেপ্টেম্বর: A2 বনাম B2 - কলম্বো 
  • ১৭ সেপ্টেম্বর: ফাইনাল - কলম্বো

 

Advertisement

প্রসঙ্গত, এখনও পর্যন্ত এশিয়া কাপে (ওয়ানডে ফরম্যাটে) ভারত এবং পাকিস্তানের মধ্যে মোট ১৩টি ম্যাচ হয়েছে। টিম ইন্ডিয়া ৭ বার জিতেছে। পাকিস্তান জিতেছে ৫ বার। 

  • এশিয়া কাপে হেড-টু-হেড (ওয়ানডে ফরম্যাট) 
  • মোট ম্যাচ: ১৩টি 
  • ভারত জিতেছে: ৭ 
  • পাকিস্তান জিতেছে: ৫
  • ড্র- ১

টিম ইন্ডিয়া বরাবরই এশিয়া কাপে আধিপত্য বজায় রেখেছে। এশিয়া কাপে মোট ১৫টি মরসুম হয়েছে। ভারতীয় দল সবচেয়ে বেশি ৭ বার সেরার শিরোপা পেয়েছে। (১৯৮৪, ১৯৮৮, ১৯৯০-৯১, ১৯৯৫, ২০১০, ২০১৬, ২০১৮)। শ্রীলঙ্কা রয়েছে দুই নম্বরে। তারা ৬ বার চ্যাম্পিয়ন হয়েছে। পাকিস্তান মাত্র দুবার সেরা হয়েছে। 

 

Advertisement