India Vs South Africa 3rd Odi: ভারতীয় এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ দক্ষিণ আফ্রিকার পার্লে খেলা হয়েছে। এই ম্যাচে ভারতীয় দল ৭৮ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ নিজেদের নামে করে নিয়েছে। সেই সঙ্গে ঐতিহাসিক সিরিজ জিতে টেস্ট সিরিজের আগে নিজেদের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে নেবে টিম ইন্ডিয়া।
এদিন টস জিতে দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন এইডেন মারক্রাম প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। এরপর ভারতীয় দল ২৯৭ রানের লক্ষ্যমাত্রা দক্ষিণ আফ্রিকার সামনে তুলে দেয়। ম্যাচে ভারতীয় দল ৮ উইকেটে ২৯৬ রান করে। ভারতীয় দল ৪৯ রানে ২ উইকেট হারিয়ে দিলেও এরপর সঞ্জু স্যামসান এবং কেএল রাহুল জুটিতে ৫২ রানের পার্টনারশিপ করে।
কিন্তু রাহুল আউট হওয়ার পর সঞ্জু, তিলক বর্মার সঙ্গে মিলে ১১৬ রানের লম্বা পার্টনারশিপ করে। যাঁরা ভারতীয় দলকে ২০০ রানের লক্ষ্যমাত্রা পার করে দেয়। কেরিয়ারে প্রথম হাফ সেঞ্চুরি করে তিলক বর্মা আউট হলেও সঞ্জুকে আজ রোখা যায়নি। শেষমেষ তিনিও নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি কুড়িয়ে নিয়েছেন দাপটের সঙ্গে খেলে। শেষের দিকে রিংকুর সিংয়ের ঝড়ো ৩৫ রান ভারতীয় দলকে ২৯৬ রানে পৌঁছে দেয়।
দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতীয় দলের ওয়ানডে রেকর্ড
দুই দলের লড়াইয়ে এখনও পিছিয়ে ভারতীয় দল। দুই দলের মধ্যে এখনও পর্যন্ত ৯৯ টি ম্যাচ খেলা হয়েছে। তার মধ্যে দক্ষিণ আফ্রিকা ৫১ টি এবং ভারত ৩৯ টি ম্যাচ জিতেছে। ৩ টি ম্যাচ কোন রেজাল্ট হয়নি। দক্ষিণ আফ্রিকা দল নিজেদের ঘরের মাটিতে ভারতীয় দলকে বরাবরই বেগ দিয়ে এসেছে। এখানে আফ্রিকার মাটিতে মোট ৩৯ টি ম্যাচ খেলা হয়েছে। যার মধ্যে দক্ষিণ আফ্রিকা ২৬ টি ম্যাচ জিতেছে। যেখানে ভারতীয় দলের জয়ের সংখ্যা মাত্র ১১ টি। দুটি খেলায় কোনও ফল বের হয়নি।