scorecardresearch
 

India Vs South Africa T20 Series: অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করা দলের ৪ খেলোয়াড় বাদ, দ্বিতীয় টি২০তে দেখুন ভারতের প্রথম ১১

আসলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজে ওপেনিংয়ে ঋতুরাজ গায়কোয়াড় এবং যশস্বী জয়সওয়াল দুর্দান্ত প্রদর্শন করেছেন। ভারতীয় দলের সুবিধা হয়েছে। এবার গিল যখন দলে এসেছেন তিনি তো খেলবেনই। এখন তিনি ওপেনিং করবেন না তার অবস্থান চেঞ্জ হবে সেটা একটা বড় প্রশ্ন। কারণ সম্প্রতি গিলও ওপেনিংয়ে সফল। আবার সুযোগ পেয়ে ভালো খেলেছেন ঋতুরাজ-যশস্বীও। বোলিংয়েও কুলদীপ, জাদেজা, সিরাজ রয়েছেন। যাঁরা খেললে বাদ পড়বেন অনেকেই।

Advertisement
অস্ট্রেলিয়াকে হারানো ৪ খেলোয়াড় বাদ, দেখুন ভারতের প্রথম ১১ অস্ট্রেলিয়াকে হারানো ৪ খেলোয়াড় বাদ, দেখুন ভারতের প্রথম ১১

India Vs South Africa T20 Series: প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। তাই সবার নজর ছিল দক্ষিণ আফ্রিকা সফরের দ্বিতীয় টি-টোয়েন্টির দিকে। সরকারিভাবে দ্বিতীয় ম্যাচ হলেও এটি ভারতের এই সফরের প্রথম ম্যাচ। যেখানে ভারতীয় দল ব্যাটে-বলে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে নামতে চলেছে। এই দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকার ক্যাপ্টেন এইডেন মারক্রাম টসে জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে প্রথমেই ভারতীয় দলের ব্যাটিং দেখার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমীরা।

নজর ছিল ভারতের টিম ইলেভেনের দিকে

কারণ গত কয়েক মাসে ভারতীয় দলে এক গুচ্ছ ক্রিকেটার উঠে এসেছে। একই স্লটের জন্য চলছে প্রচন্ড লড়াই। ওপেনিং থেকে মিডিল অর্ডার, উইকেট কিপিং থেকে স্পিনার কিংবা পেসার কাকে ছেড়ে কাকে নেওয়া যাবে, সেই কম্বিনেশন ঠিক করতে প্রতি ম্যাচে হিমশিম খান ভারতীয় থিংকট্যাঙ্ক।

কার্যত দেখা গেল ভারতীয় দল ফের পরীক্ষা নিরীক্ষার দিকেই হাঁটছে। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যতগুলি ম্যাচ পাওয়া যাবে, ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিতে চাইছে ভারতীয় দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সফল এগারোর একাধিক খেলোয়াড়কে এদিন বসিয়ে দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তারকা উইকেট কিপার-ব্যাটার ইশান কিসান, শ্রেয়াস আইয়ার, ঋতুরাজ গায়কোয়াড়, অক্ষর প্যাটেল, এবং টি-টোয়েন্টিতে সদ্য ওয়ার্ল্ড রেটিং-এ পৌঁছনো রবি বিষ্ণোইকে বসিয়ে রেখে দিয়েছে ভারত। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা দলের স্টার স্পিনার কেশব মহারাজকে বসিয়ে দিয়েছে।

জানিয়ে দিই যে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের অধিনায়কত্ব সূর্য কুমার যাদবের ঘাড়ে রয়েছে। তিনি সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হওয়া ঘরোয়া টি-টোয়েন্টি সিরিজে ভারতকে নেতৃত্ব দিয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১-এ জিতিয়ে নিয়ে এসেছেন।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি ম্যাচ হেড টু হেড

মোট ম্যাচ ২৪

ভারত জিতেছে ১৩ টি

দক্ষিণ আফ্রিকা জিতেছে ১০ টি

Advertisement

নিষ্ফল একটি

দক্ষিণ আফ্রিকার মাঠে ভারতের টি-টোয়েন্টি রেকর্ড

মোট ম্যাচ ১৩ টি

ভারত জিতেছে ৮ টি

ভারত হেরেছে ৩ টি

নিষ্ফল ১ টি

টাই ১ টি

তিনটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য ভারতীয় দল

যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, ঋতুরাজ গায়কোয়ার, তিলক বর্মা, সূর্য কুমার যাদব, রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ার, ঈশান কিসান, জিতেশ শর্মা, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, মুকেশ কুমার, মহম্মদ সিরাজ, দীপক চাহার।

দক্ষিণ আফ্রিকা সফরের টি২০ শিডিউল

১০ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি ডারবান সন্ধ্যা, সাড়ে সাতটা

১২ ডিসেম্বর দ্বিতীয় টি-টোয়েন্টি পোর্ট এলিজাবেথ, রাত সাড়ে আটটা

১৪ ডিসেম্বর তৃতীয় টি-টোয়েন্টি জোহান্নেসবার্গ, রাত সাড়ে আটটা

প্রথম ম্যাচে ভারতীয় একাদশ

যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেট কিপার), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, মুকেশ কুমার, মহম্মদ সিরাজ।

 

Advertisement