scorecardresearch
 

India Vs South Africa T20 Series: সিরিজ জেতার সম্ভাবনা নেই, সম্মান বাঁচাতে আজ তৃতীয় প্রোটিয়াদের মুখোমুখি টিম ইন্ডিয়া

india vs south africa t20 series 2023: এদিন টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। তাঁর সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করে প্রথম ওভারেই যশস্বী জয়সওয়ালকে তুলে নেন মার্কো ইয়ানসেন। বাইরে বেরোনো বলকে স্কয়ারকাট করতে গিয়ে পয়েন্টে ধরা পড়েন যশস্বী। এদিন তিনি কোনও রান করতে পারেননি। পরের ওভারেই ০ রানে আউট হয়ে যান দলে কাম ব্যাক করা শুভমান গিলও। ভারতের রান তখন ২ উইকেটের ৬।

Advertisement
সিরিজ জেতার সম্ভাবনা নেই, সম্মান বাঁচাতে আজ তৃতীয় প্রোটিয়াদের মুখোমুখি টিম ইন্ডিয়া সিরিজ জেতার সম্ভাবনা নেই, সম্মান বাঁচাতে আজ তৃতীয় প্রোটিয়াদের মুখোমুখি টিম ইন্ডিয়া

India Vs South Africa T20 Series: প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। তাই সবার নজর ছিল দক্ষিণ আফ্রিকা সফরের দ্বিতীয় টি-টোয়েন্টির দিকে। সরকারিভাবে দ্বিতীয় ম্যাচ হলেও এটি ভারতের এটি ছিল সফরের প্রথম ম্যাচ। যেখানে ভারতীয় দল ব্যাটে ভাল করলেও বলে ব্য়র্থ হয়। যার ফলে ম্যাচ হেরে সিরিজ জয়ের সম্ভাবনা জলে গিয়েছে। কারণ এখন সিরিজ দাঁড়িয়েছে ২ ম্যাচের। ফলে ভারতের পক্ষে আর সিরিজ জেতা সম্ভব নয়, তবে সিরিজে সমতা ফিরিয়ে অন্তত ড্র করে মুখ রক্ষা করা সম্ভব। এখন সেটাই লক্ষ্য।

ভারতীয় দল যদিও জয়ের চেয়ে সবাইকে বাজিয়ে দেখে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে শেষ কয়েকটি সিরিজে টি২০তে ওপেনিংয়ে সফল ঋতুরাজ গায়কোয়াড়কে বসিয়ে শুভমান গিলকে ফেরানো হয়েছিল। যদিও আগের ম্যাচে দুই ওপেনার গিল ও যশস্বী জয়সওয়াল দুজনের শূন্য রানেই প্যাভিলিয়নে ফেরেন। ফলে কাউকেই তেমন পরীক্ষা করা যায়নি। তবে তৃতীয় ম্যাচেও ওপেনিংয়ে বদল আনবে না ভারতীয় দল বলে মনে হচ্ছে। আর পরীক্ষা করতে হলে এক ম্যাচের ব্য়র্থতা মাপকাঠি হতে পারে না।

উইকেট কিপিংয়ে ইশান কিসানকে বসিয়ে দ্বিতীয় টি২০তে জিতেশ শর্মাকে খেলানো হয়েছিল। ব্য়র্থ হয়েছেন তিনিও। যদিও এই ব্যর্থতাকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না টিম ম্যানেজমেন্ট। তবে পরীক্ষার অংশ হিসেবে রোটেশন পদ্ধতিতে ইশান কিসানকে খেলানো হতে পারে বলে অন্দরের খবর।

স্পিন বোলিংয়ে কুলদীপ-জাদেজা দুজনেই ভাল বল করেছেন। তা সত্ত্বেও দুজনকেই বসিয়ে অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোইকে খেলানো হতে পারে। পিছনে সেই রোটেশন ও পরীক্ষা। তাঁরা সুযোগ পেলে কী করেন, তা দেখার।

তবে সবচেয়ে মাথাব্যথা পেস বোলিং নিয়ে। অর্শদীপ নিয়ম করে প্রতি ম্যাচে পাওয়ার প্লেতে বেদম প্রহৃত হচ্ছেন। দ্বিতীয় টি২০তে প্রথম ওভার করতে এসে ২৪ রান দেন তিনি। যার পর তাঁকে বসিয়ে দেওয়ার দাবি উঠেছে। প্রথম ম্যাচে রান দিলেও ভাল বল করেছেন মহম্মদ সিরাজ, মুকেশ কুমার। তাঁদের দুজনেক রেখে তৃতীয় পেসার হিসেবে দীপক চাহারকে খেলানো হতে পারে। এখন যাঁকেই খেলানো হোক, পরীক্ষার পাশাপাশি টিমের জয়ও গুরুত্বপূর্ণ। ফলে জয়ের জন্য ঝাঁপাবে ভারত।

Advertisement

 

Advertisement