scorecardresearch
 

Mohammed Shami : 'ফালতু বকবেন না, আপনার লজ্জা নেই?' পাকিস্তানি ক্রিকেটারকে 'চরম শিক্ষা' শামির

'আপনার লজ্জা লাগা উচিত। এত ফালতু কথা কেন বলেন। তার চেয়ে নিজের দলের পারফর্মেন্সের উপর মনোযোগ দিন। অন্যের ভালো কোনওসময় দেখতে পারেন না, তাই না। আর এটা তো কোনও লোকাল ক্রিকেট নয়।'

Advertisement
মহম্মদ শামি মহম্মদ শামি
হাইলাইটস
  • 'ফালতু বকবেন না, লজ্জা লাগে না'
  • মহম্মদ শামির আক্রমণ পাকিস্তানের ক্রিকেটারকে

ওয়ানডে বিশ্বকাপে একের পর এক ম্যাচ জিতছে টিম ইন্ডিয়া। কিন্তু ভারতীয় ক্রিকেটারদের পারফর্মেন্সে যেন খুশি নয় পাকিস্তানের অনেকে। এমনটাই মনে করছেন ভারতীয় ফ্যানেরা। কারণ, পাকিস্তানের প্রাক্তন খেলোয়াড় হাসান রাজার মন্তব্য। কয়েকদিন আগেই পাকিস্তানের এই প্রাক্তন ক্রিকেটার বলেন, ভারতীয় বোলারদের আরও একটা আলাদা বল দেওয়া হচ্ছে। আর সেই কারণেই অন্য দলের বোলারদের চেয়ে বেশি বল সুইং করছে ভারতীয় বোলাররা। এমনকী হাসান রাজা আইসিসির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। 

 হাসান রাজার এই মন্তব্যের জন্য তাঁর নিন্দা করেন অনেকে। তবে এবার মুখ খুললেন ভারতীয় পেসার মহম্মদ শামি। তিনি কার্যত ধুয়ে দিলেন হাসান রাজাকে। আপনার লজ্জা লাগে না ? নিজেদের দলের খেলার উপর মনোযোগ দিন। এমনই চাঁচাছোলা ভাষার আক্রমণ করেছেন শামি। 

মহম্মদ শামি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, 'আপনার লজ্জা লাগা উচিত। এত ফালতু কথা কেন বলেন। তার চেয়ে নিজের দলের পারফর্মেন্সের উপর মনোযোগ দিন। অন্যের ভালো কোনওসময় দেখতে পারেন না, তাই না। আর এটা তো কোনও লোকাল ক্রিকেট নয়। আইসিসি আয়োজিত টুর্নামেন্ট। আপনি নিজেও তো একজন খেলোয়াড় ছিলেন। ওয়াসিম ভাই তো পুরো বিষয়টা বুঝিয়ে দিয়েছেন। আপনাকে জবাব দিয়েছেন। তারপরও কেন বাজে কথা বলছেন। তার মানে কী ধরে নেব যে আপনি নিজের দেশের খেলোয়াড়কেই বিশ্বাস করেন না।' 

আরও পড়ুন

ঘটনার সূত্রপাত  হাসান রাজার মন্তব্য ঘিরে। তিনি পাকিস্তানের এক টেলিভিশন শো-তে বলেন, 'ভারত ব্যাটিং ভালো করে। তারা সত্যিই ভালো ব্যাট করছে। আবার ভারতের বোলাররা যখন বল করছে তখন যেন বলটা আলাদাভাবে কাজ করতে শুরু করে দিচ্ছে। সেখানে ৭-৮টি ডিআরএস কলও ভারতের পক্ষেই গেছে। এটা অবাক করার মতো বিষয়।' 

হাসান রাজা আরও বলেছিলেন, 'সিরাজ ও শামি যেভাবে বল সুইং করছিলেন, মনে হচ্ছিল আইসিসি বা বিসিসিআই তাদের অন্য কোনও বল দিচ্ছে। যে বল বেশি সুইং করে। বলের উপর তদারকি দরকার। হতে পারে ভারতের বোলাররা এত ভালো সুইং পাচ্ছে কারণ, বলের উপর একটি অতিরিক্ত আবরণ রয়েছে।' 

Advertisement

যদিও হাসান রাজার এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছিলেন ওয়াসিম আক্রম। তিনি বলেছিলেন, 'কিছু  মানুষ নিজের অসম্মান করানোর পাশাপাশি পাকিস্তানের নামও খারাপ করছে। এমন বোকা বোকা কথা মুখে আনাই উচিত নয়।'

Advertisement