চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে কি পাকিস্তানে যাবে ভারতীয় দল? কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে কার্যত খোলাখুলি জানিয়ে দিল। শুক্রবার বিদেশমন্ত্রকের সাংবাদিক বৈঠকে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান,'পাকিস্তানে নিরাপত্তা সংক্রান্ত কারণে বিসিসিআই যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে'। এদিকে, আইসিসি-র বৈঠকে এ দিন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।
এ দিন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন,'এ ব্য়াপারে বিসিসিআই বিবৃতি জারি করেছে। তারা জানিয়েছে, পাকিস্তানে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ রয়েছে। সেখানে সম্ভবত দল পাঠানো হবে না'।
নিষ্ফলা আইসিসি-র বৈঠক
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর আয়োজক দেশ পাকিস্তান। তবে এই টুর্নামেন্ট নিয়ে এখনও অনিশ্চয়তা। আইসিসি-কে ইতিমধ্যেই বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI )জানিয়েছে, এই টুর্নামেন্টের জন্য টিম ইন্ডিয়া পাকিস্তানে যাবে না। সমাধানসূত্র খুঁজতে শুক্রবার চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বৈঠকে বসে আইসিসি। তা নিষ্ফলাই হয়েছে। আবার এই বৈঠক হওয়ার কথা। তবে এই বৈঠক শনিবার হবে নাকি অন্য কোনও দিন, তা এই মুহূর্তে পরিষ্কার নয়। চ্যাম্পিয়ন্স ট্রফি 'হাইব্রিড মডেল'-এ হবে কি না তা পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। আইসিসির ১২ পূর্ণ সদস্য, তিন সহযোগী সদস্য এবং আইসিসি সভাপতি এই বৈঠকে অংশ নিয়েছেন। মোট ১৬ জন সদস্যের ভোটাধিকার রয়েছে।
অনড় পাকিস্তান
'হাইব্রিড মডেল' নাকচ করে দিয়েছেন পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড) প্রধান মহসিন নকভি। শুক্রবার বৈঠকের সময়ও নকভি অনড় ছিলেন। এই বিষয়ে সমাধানের চেষ্টা করছে আইসিসি। আইসিসির কাছে পিসিবি জানতে চেয়েছিল, কেন ভারত পাকিস্তানে যেতে চায় না।
বিসিসিআই-এর বয়ান
বৈঠকের কয়েক ঘণ্টা আগে বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা জানান, 'আমাদের আলোচনা চলছে। পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার ক্রিকেটারদের নিরাপত্তা। 'হাইব্রিড মডেল'ও একটি বিকল্প, সেনিয়েও আলোচনা চলছে'।