scorecardresearch
 

Team India Squad Vs Bangladesh Test: বাংলাদেশের বিরুদ্ধে ১৬ জনের টিম ইন্ডিয়া, দলে বাংলার ক্রিকেটার

Team India For 1st Test: টেস্টে অধিনায়ক থাকছেন রোহিত শর্মাই। দলে সুযোগ পেয়েছেন বাংলার ক্রিকেটারও। সেই সঙ্গে টেস্টে কামব্যাক হল ঋষভ পন্থের।

Advertisement
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় দল বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় দল

বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। টেস্টে অধিনায়ক থাকছেন রোহিত শর্মাই। দলে সুযোগ পেয়েছেন বাংলার ক্রিকেটারও। সেই সঙ্গে টেস্টে কামব্যাক হল ঋষভ পন্থের। বাকি দল নির্বাচনে বিশেষ কোনও বদল ঘটেনি। সুযোগ পেয়েছেন যশ দয়াল।

প্রথম টেস্টের জন্য ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, সরফরাজ় খান, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, যশপ্রীত বুমরা ও যশ দয়াল।
 

২০২৪ সালের মার্চের পরে ভারতীয় দলের প্রথম লাল বলের (টেস্ট) সিরিজ। ওই সিরিজে ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে সিরিজ হারিয়েছিল টিম ইন্ডিয়া। এই সিরিজটি নতুন ভারতীয় প্রধান কোচ গৌতম গম্ভীরের জন্যও প্রথম লাল বলের সিরিজ। দীর্ঘদিন বাদে টেস্টে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ। ফিরেছেন ফাস্ট বোলার জাসপ্রীত বুমরাহও। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের পর বিরতি নিয়েছিলেন। ২৯ জুন ফাইনালে ভারতীয় জার্সি গায়ে শেষবার খেলেছিলেন বুমরা। ধ্রুব জুরেল দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন। শ্রেয়স আইয়ার, দেবদত্ত পাডিক্কল, ইশান কিষাণ এবং ঋতুরাজ গায়কওয়াড় প্রথম টেস্টে জায়গা পাননি। ব্যাটসম্যান হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে কেএল রাহুলকে। অধিনায়কত্ব সামলাবেন রোহিত শর্মা। আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদবকে স্পিনার হিসেবে বেছে নেওয়া হয়েছে।

Advertisement

৬৩৪ দিন পর টেস্ট দলে ফিরেছেন ঋষভ পন্থ। সড়ক দুর্ঘটনার পর দলের বাইরে ছিলেন। চলতি বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে বর্ডার-গাভাস্কার ট্রফি। তার আগে প্রস্তুতির জন্য বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

Advertisement