আজ আইপিএল অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে তারা। গত মরশুমে লিগ টেবিলে সাত নম্বরে শেষ করেছিল দুইবারের আইপিএল বিজয়ীরা। প্লে অফে জায়গা পায়নি। ১৪ ম্যাচের মধ্যে মাত্র ৬টি ম্যাচ জিতেছিল কেকেআর শিবির। মত মরশুমের শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টদের কাছে ১ রানে হেরেছিল নাইটরা। এবার এই ফ্র্যাঞ্চাইজিতে রয়েছেন অজি প্লেয়ান মিচেন স্টার্ক। তাই স্কোয়াডের মানসিকতা এবং পদ্ধতিতে কিছু পরিবর্তন দেখতে পাওয়া যেতে পারে। প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীরও দলটির নতুন পরামর্শদাতা হিসেবে যোগ দিয়েছেন। তিনিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেই মনে করা হচ্ছে।
SRH-এর বিরুদ্ধে KKR-এর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি ২৩ মার্চ কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে খেলা হবে। ২০১৪ সালে আইপিএল শিরোপা জয়ী কেকেআর দলে ছিলেন এই কামিন্স। হায়দরাবাদ দল গত মরশুমে বেশ খারাপ পারফরম্যান্স করেছিল, ১৪টি ম্যাচ খেলে মাত্র ৪টিতে জয় পেয়েছিল।
কেকেআর-র সম্ভাব্য একাদশ: ফিল সল্ট, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা, শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, রহমানুল্লাহ গুরবাজ।
সানরাইজার্স হায়দরাবাদ-র সম্ভাব্য একাদশ: মায়াঙ্ক আগরওয়াল, ট্র্যাভিস হেড, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম, হেনরিক ক্লাসেন, উপেন্দ্র যাদব, প্যাট কামিন্স, অভিষেক শর্মা, উমরান মালিক, টি নটরাজন, ভূবনেশ্বর কুমার।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শেষ পাঁচটি আইপিএল ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স। যার মধ্যে ২০২৩ সালে পাঁচ রানের একটি জয়ও রয়েছে।