scorecardresearch
 

IPL Auction Anshul Kamboj Sold To CSK: রঞ্জিতে ১০ উইকেট নেওয়া বোলার CSK-তে, টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

IPL Auction Anshul Kamboj Sold To CSK: নিলামে অংশুল কম্বজের জন্য দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস, লখনউ সুপার জায়ান্টস্ এবং মুম্বাই ইন্ডিয়ান্স এর মধ্যে দীর্ঘ লড়াই চলে। কিন্তু শেষ পর্যন্ত চেন্নাই দল তাঁকে কিনে নেয়।

Advertisement
রঞ্জিতে ১০ উইকেট নেওয়া বোলার CSK-তে, টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন রঞ্জিতে ১০ উইকেট নেওয়া বোলার CSK-তে, টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

 

IPL Auction Anshul Kamboj Sold To CSK: দলীপ ট্রফিতে ইনিংসে ১০ উইকেট নিয়ে নজির গড়া অনশুল কম্বোজকে দলে নিল চেন্নাই সুপার কিংস। তাঁকে ৩ কোটি ৪০ লক্ষ টাকায় দলে নিয়েছে সিএসকে। জীবনের দ্বিতীয় আইপিএল নিলামের জন্য নাম নথিভুক্ত করেছিলেন এই তরুণ পেসার।তাঁর বেস প্রাইস ছিল ৩০ লক্ষ টাকা। তবে তাঁর কীর্তির কথা অজানা নয় ফ্রাঞ্চাইজিগুলির। তাই দামও উঠল ভালই। এখন তার সামনে আইপিএল কাঁপানোর সুযোগ এসেছে। কয়েকটা ভাল পারফরম্যান্স সামনের বার যেমন তাঁকে আরও দামী করে তুলতে পারে, তেমনই জাতীয় দলের দরজাও খুলে দিতে পারে।

নিলামে অংশুল কম্বজের জন্য দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস, লখনউ সুপার জায়ান্টস্ এবং মুম্বাই ইন্ডিয়ান্স এর মধ্যে দীর্ঘ লড়াই চলে। কিন্তু শেষ পর্যন্ত চেন্নাই দল তাঁকে কিনে নেয়। মহেন্দ্র সিং ধোনির দল অনশুল কম্বোজকে ৩ কোটি ৪০ লক্ষ টাকায় কিনে নেয়।

এভাবে ৩০ লক্ষ টাকার বেস প্রাইসের হিসেবে অনশুলকে ১১.৩৪ গুন বেশি দামে কেনে চেন্নাই। এর আগের সিজনে অংশুল কম্বোজ মুম্বই টিমের জন্য খেলেছিলেন। এবারও মুম্বাই টিম তাকে কেনার চেষ্টা করে, কিন্তু সাফল্য পায়নি। অনশুলের এটি দ্বিতীয় আইপিএল সিজন। তিনি নিজের প্রথম অর্থাৎ ২০২৪ IPL এর সিজনে তিনটি ম্যাচ খেলেছিলেন। এর মধ্যে তিনি ৬০টি বল করেন এবং ব্যাটিংয়ে তিনি একটি ম্যাচে সুযোগ পান এবং দূরান্ত করেন।

হরিয়ানার পেসার অনশুল কম্বোজ রঞ্জি ট্রফির এক ইনিংসে ১০টি উইকেট নেওয়া তৃতীয় বোলার হয়ে ইতিহাসের বইয়ে নিজের নাম নথিভুক্ত করেছেন। প্রথম-শ্রেণির ক্রিকেটে এই কীর্তি অর্জনকারী সামগ্রিকভাবে তিনি মাত্র ষষ্ঠ ভারতীয় বোলার।লাহলির চৌধুরী বনসিলাল ক্রিকেট স্টেডিয়ামে কেরলের বিরুদ্ধে মাত্র ৪৯ রান খরচ করে ১০ উইকেট নেন।

 

Advertisement

Advertisement