scorecardresearch
 

IPL Auction 2025 Kolkata Knight Riders: IPL নিলাম টেবিলে জুহির মেয়ে, আরিয়ান-সুহানারা নন, KKR-এর হাল ধরছেন জাহ্নবীই? ছবি VIRAL

আইপিএল-এর নিলামে (IPL Auction 2025) দেখা গেল না শাহরুখ খানের (Shahrukh Khan) পুত্র ও কন্যাকে। কোথায় আরিয়ান ও সুহানা? তাদের জায়গায় আইপিএল-এর নিলামের প্রথম দিন কলকাতা নাইট রাইডার্সের টেবিলে ঝড় তুললেন কো ওনার জুহি চাওলার (Juhi Chawla) মেয়ে জাহ্নবি মেহেতা। সাদা টি শার্ট গাঢ় নীল রং-এর ভেলভেটের জ্যাকেটে আলো ছড়ালেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তায় তাঁকে নিয়েই যত আলোচনা। 

Advertisement
Jhanvi Mehta Jhanvi Mehta

আইপিএল-এর নিলামে (IPL Auction 2025) দেখা গেল না শাহরুখ খানের (Shahrukh Khan) পুত্র ও কন্যাকে। কোথায় আরিয়ান ও সুহানা? তাদের জায়গায় আইপিএল-এর নিলামের প্রথম দিন কলকাতা নাইট রাইডার্সের টেবিলে ঝড় তুললেন কো ওনার জুহি চাওলার (Juhi Chawla) মেয়ে জাহ্নবি মেহেতা। সাদা টি শার্ট গাঢ় নীল রং-এর ভেলভেটের জ্যাকেটে আলো ছড়ালেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তায় তাঁকে নিয়েই যত আলোচনা। 

জাহ্নবিকে চিনতেই পারেননি নেটিজেনরা
অনেকে তো প্রথমে চিনতেই পারেননি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ইনি কে? আবার অনেকে লিখেছেন, সব ফোকাস এখন জাহ্নবির দিকে। আবার কেউ বলেছেন দারুণ লাগছে জাহ্নবিকে। রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে ইতিহাস গড়েছেন ঋষভ পান্ত। এই উইকেটরক্ষক-ব্যাটারকে লখনউ সুপার জায়ান্ট কিনেছে ২৭ কোটি টাকা দিয়ে। পান্তের পাশাপাশি নজর কেড়েছেন শ্রেয়াস আইয়ারও। সৌদি আরবের জেড্ডায় অনুষ্ঠিত আইপিএল মেগা নিলামের প্রথম দিনে পঞ্জাব কিংস তাঁকে কিনেছে ২৬ কোটি ৭৫ লক্ষ টাকায়।
 

লখনউ-এর ক্যাপ্টেন হচ্ছেন পান্ত?
পান্ত এবং আইয়ার উভয়ই আইপিএলে তাদের নিজ নিজ ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে। দিল্লি ক্যাপিটালস প্রাক্তন লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুলকে অধিনায়কত্বের দায়িত্ব দিতে পারে। রাহুলকে কিনতে ১৪ কোটি টাকা খরচ করেছে দিল্লি। দিনের সবচেয়ে বড় চমক যদিও অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে লড়াই করে তাঁকে ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। তাঁর পেছনে কেকেআর-এর ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু ক্রেছে নানা মহলে। প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে সমর্থকরা সকলেই অবাক এই সিদ্ধান্তে।


কবে শুরু আইপিএল?
নিলাম শুরু হওয়ার আগেই পরের মরসুমের আইপিএল-এর উদ্বোধন ও ফাইনাল ম্যাচের দিন ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। বিশ্বের সবচেয়ে ধনী ঘরোয়া টি-টোয়েন্টি লিগ, যা আগামী বছরের ১৪ মার্চ শুরু হতে চলেছে। ফাইনাল ম্যাচ হবে ২৫ মে।  

Advertisement