scorecardresearch
 

IPL-নিলামে আনসোল্ড ওয়ার্নার, বেয়ারস্টো; অবিক্রিত এই ভারতীয় টেস্ট তারকাও

ডেভিড ওয়ার্নারের ফ্যানেরা আশা করেননি যে তিনি আনসোল্ড থেকে যাবেন। এমনই ঘটনা ঘটেছে উইকেটকিপার ব্যাটার ইংল্যান্ডের জনি বেয়ারস্টো এবং ভারতীয় ব্যাটার দেবদত্ত পাডিক্কালের জন্যও। তাদেরও কেউ কিনতে উৎসাহ দেখায়নি। রয়েছেন এক বিশ্বকাপজয়ী তারকাও।

Advertisement
IPL-নিলামে আনসোল্ড ওয়ার্নার, বেয়ারস্টো; অবিক্রিত এই ভারতীয় টেস্ট তারকাও IPL-নিলামে আনসোল্ড ওয়ার্নার, বেয়ারস্টো; অবিক্রিত এই ভারতীয় টেস্ট তারকাও

IPL Auction Unsold List: আইপিএলের দুই দিনের মেগা অকশেনের প্রথম দিন ছিল রবিবার। সৌদি আরবের জেড্ডাতে এই অকশন চলছে। প্রথম দিন ২৪ নভেম্বর সমস্ত ১০ দলের মোট ৪৬৭. ৯৫ কোটি টাকা খরচ হয়েছে। ৭২ জন খেলোয়াড়ের পিছনে এখন ২৫ নভেম্বর সোমবার দ্বিতীয় দিনের নিলাম শুরু হতে চলেছে। প্রথম দিন প্রাক্তন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারকে সবচেয়ে বড় ঝটকা দিয়েছে এবারের আইপিএল। ২ কোটি টাকার বেস প্রাইসে তাঁকে নিলামে তোলা হলেও তাঁকে দলে টানার জন্য কেউ উৎসাহ দেখায়নি। প্রথম দিন নিলামে তোলা ১২ জন খেলোয়াড় আনসোল্ড (Unsold) ছিলেন।

এরমধ্যে সবচেয়ে বড় নাম ডেভিড ওয়ার্নার। ফ্যানেরা আশা করেননি যে তিনি আনসোল্ড থেকে যাবেন। এমনই ঘটনা ঘটেছে উইকেটকিপার ব্যাটার ইংল্যান্ডের জনি বেয়ারস্টো এবং ভারতীয় ব্যাটার দেবদত্ত পাডিক্কালের জন্যও। তাদেরও কেউ কিনতে উৎসাহ দেখায়নি।

ওয়ার্নার গত সিজনে দিল্লি ক্যাপিটালসের অংশ ছিল এবং তারা এবার তাঁকে রিলিজ করে দিয়েছে। যখন নিলামে ওয়ার্নারের নাম ওঠে, তখন দিল্লি তো বটেই, অন্য কোনও ফ্রাঞ্চাইজি তাঁকে দলে নিতে বিড করেনি। ফলে তিনি আনসোল্ড থেকে গিয়েছেন। এক সময়ের মেগা তারকা ডেভিড ওয়ার্নার ২০১৮ আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে ওয়ার্নারের ভূমিকা ছিল। আইপিএলের ইতিহাসে বিরাট কোহলির পর সবচেয়ে ধারাবাহিক প্লেয়ারের নাম ডেভিড ওয়ার্নার। সেখানে বেয়ারস্টো, পঞ্জাব কিংসের জন্য খেলেছিলেন। গত সিজনে তিনি ৬.৭৫ কোটি টাকায় পেয়েছিলেন কিন্তু এবার পাঞ্জাব তাকে রিলিজ করে দিয়েছে। নিলামে তার নাম উঠলে তাকেও কেউ কিনতে চায়নি।

অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলছেন পাডিক্কাল। এই সময় তিনি অস্ট্রেলিয়া সফরে রয়েছেন এবং তিনি পার্থের প্রথম টেস্টে ভারতীয় একাদশেও রয়েছেন। কিন্তু নিলামে পাডিক্কালকে কেনার জন্য কোন ফ্রাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। ২০২০ সালে তিনি আরসিবির হয়ে থেকে খেলেছিলেন এবং সবচেয়ে বেশি রানও করেছিলেন। কিন্তু এর পরে তিনি রাজস্থান রয়্যালসে যোগ দেন এবং তাঁর ফর্ম পড়তে শুরু করে।

Advertisement

১২ ম্যাচে ২০.৬৬ গড়ে ১২১ স্ট্রাইক রেটে ২৪৮ রান করেছেন পাডিক্কাল। ২০২১-এ ভারতের হয়ে অভিষেক করেন তিনি। চলতি অস্ট্রেলিয়া সিরিজে তিনি ভারতের হয়ে ডেবিউ করেছেন। কিন্তু তিনি ২ ইনিংসেই ফ্লপ রয়েছেন।

আনসোল্ড প্লেয়ারদের তালিকা

দেবদত্ত পাডিক্কাল (২ কোটি)
২. ডেভিড ওয়ার্নার (২ কোটি)
৩. জনি বেয়ারস্টো (২ কোটি)
৪. ওয়াকার সালাম খিল (৭৫ লাখ)
৫. যশ ধুল (৩০ লাখ)
৬. অনমোলপ্রীত সিং (৩০ লাখ)
৭. উৎকর্ষ সিং (৩০ লাখ)
৮. লবনিত শিসোদিয়া (৩০ লাখ)
৯. উপেন্দ্র সিং যাদব (৩০ লাখ)
১০.কার্তিক ত্যাগী (৪০ লাখ)
১১. পীযূষ চাওলা (৫০ লাখ)
১২.শ্রেয়স গোপাল (৩০ লাখ)

প্রথম দিন অবশ্য মোটা টাকায় বিক্রি হয়েছেন ঋষভ পান্ত, শ্রেয়াস আইয়ার, অর্শদীপ সিং সহ মহম্মদ শামি, মহম্মদ সিরাজ।
 

 

 

Advertisement