KKR Flight Diverted: সোমবার সন্ধ্যায় দুর্যোগে জনজীবন ব্যাহত হয় কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায়। তুমুল বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিতে নিয়মিত কাজকর্ম শিকেয় ওঠে। যানচলাচলো ব্যাহত হয়। বিশেষ করে বিমান চলাচল প্রায় ঘণ্টাখানেক বন্ধ রাখতে হয়। বহু বিমান ওই সময়ের মধ্যে উড়ান বা অবতরণ করতে পারেনি। যার মধ্যে রয়েছে আইপিএলের কলকাতার ঘরোয়া ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (KKR) এর বিশেষ চার্টার্ড বিমানও।
কলকাতা বিমানবন্দরে প্রায় এক ঘণ্টার জন্য বিমান চলাচল ব্যাহত হয়েছে। বিমানবন্দর সূত্রের খবর মোট ১২টি কলকাতাগামী ফ্লাইট অন্য বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে। এর মধ্যে কেকেআরের খেলোয়াড়দের নিয়ে নামার অপেক্ষা. থাকা বিমানটিও নামতে পারেনি।
বিমানবন্দর সূত্রের খবর কলকাতার উপর প্রতিকূল আবহাওয়ার কারণে, কেকেআর চার্টার ফ্লাইটটি গুয়াহাটিতে ঘুরিয়ে দেওয়া হয়েছে। গুয়াহাটি বিমানবন্দরে দুই ঘন্টা আটকে থাকে। এরপর দূর্যোগ থামার পরে ফ্লাইটটিকে ফের কলকাতা উড়ে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়। আনুমানিক সময় রাত ১১টা নাগাদ কলকাতা বিমানবন্দরে কেকেআর দলের উড়ান পৌঁছয়। সেখান থেকে টিম হোটেলে চলে যান তাঁরা।