দারুণ ছন্দে ভারতীয় দল। রবিবার বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া। দলে কোনও পরিবর্তন করেনি টিম ইন্ডিয়া। ভারতীয় দল এবার নবম জয়ের লক্ষ্যে নামছে।
অসাধারণ ব্যাটিং পারফরম্যান্স। আইয়ার এবং রাহুল সেঞ্চুরি করে ভারতের রান ৪০০ পার করে দেন। শেষ ওভারে রাহুল আউট হলেও, অপরাজিত ছিলেন শ্রেয়াস। লোগান ভ্যান বেক সবচেয়ে বেশি রান খেয়েছেন। ১০ ওভারে কোনও উইকেট না নিয়ে ১০৭ রান দিয়েছিলেন। পল ভ্যান মিকেরেন ১০ ওভারে ৯০ রান দিয়েছিলেন। পেয়েছেন একটি উইকেট। রোয়েলফ ভ্যান ডের মেরওয়ে, বাস ডি লিড যথাক্রমে ৫৩ রানে ১ ও ৮২ রানে ২ উইকেট নেন।
পরপর উইকেট হারাচ্ছে নেদারল্যান্ড
ফের দারুণ ছন্দে ভারতের বোলাররা। এক স্পেলে দুই উইকেট কুলদীপের। ৭ উইকেট হারাল ডাচরা।
ঘরের মাঠে উইকেট বিরাটের
৪ উইকেট হারাল নেদারল্যান্ড। উইকেট নিলেন বিরাট।
৩ উইকেট হারাল নেদারল্যান্ড
৫০ পেরিয়ে গেল ডাচরা
রান খাচ্ছেন শামি। দারুণ ব্যাটিং নেদারল্যান্ডের।
উইকেট হারাল নেদারল্যান্ড
দ্বিতীয় ওভারেই উইকেট হারাল নেদারল্যান্ড। দারুণ ক্যাচ কেএল রাহুলের। বিরাট কোহলির সিউ সেলিব্রেশন।
সেঞ্চুরি রাহুলের
রাহুলও সেঞ্চুরি করে ফেললেন। ৬৪ বলে ১০২ রানের ইনিংস খেলে শেষ ওভারে আউট হন রাহুল। ১১ টা চার আর চারটে ছক্কায় সাজানো তাঁর ইনিংস।
সেঞ্চুরি শ্রেয়াসের
৯৪ বলে ১২৮ রান করে অপরাজিত থাকেন শ্রেয়াস আইয়ার। ১০টা চার ও ৫টা ছক্কায় সাজানো তাঁর ইনিংস।
৯০ শ্রেয়াসের
৯০-এর ঘরে চলে গেলেন শ্রেয়াস দারুণ ব্যাটিং রাহুলেরও। ৪০০-র দিকে এগিয়ে যাচ্ছে টিম ইন্ডিয়া।
হাফ সেঞ্চুরি শ্রেয়াসের
দারুণ ইনিংস শ্রেয়াস আইয়ারের। ৫০ বলে ৫৫ রানে ব্যাট করছেন শ্রেয়াস। ৩৪ ওভার শেষে ২৩৬ রান ভারতের।
বোল্ড হলেন বিরাট
হাফ সেঞ্চুরি করে আউট বিরাটও। ২০০ রানে ৩ উইকেট হারাল টিম ইন্ডিয়া। ব্যাট করতে এলেন কেএল রাহুল।
৫৪ বলে হাফ সেঞ্চুরি বিরাটের
চিন্নাস্বামী বিরাটের ঘরের মাঠ। ৫৪ বলে ৫০ কিং কোহলির।
আবার উইকেট হারাল ভারতীয় দল
হাফ সেঞ্চুরি করে আউট রোহিত শর্মা। ৫৪ বলে ৬১ রান করে আউট ভারতের ক্যাপ্টেন।
আউট গিল
বড় শট খেলতে গিয়ে আউট গিল। ৫১ রান করে আউট হলেন টিম ইন্ডিয়ার ওপেনার। উইকেটে বিরাট কোহলি।
হাফ সেঞ্চুরি গিলের
মাত্র ৩০ বলে ৫০ রান গিলের। ১০০ পেরিয়ে গেল টিম ইন্ডিয়া।
১০ ওভার শেষ
কোনও উইকেট না হারিয়ে ৯১ রান ভারতের। হাফ সেঞ্চুরির সামনে রোহিত-গিল।
৫০ পেরিয়ে গেল টিম ইন্ডিয়া
৬ ওভারেই ৫৩ রান করে ফেলল ভারতীয় দল।
চার ওভার শেষ
উইকেট হারায়নি ভারত। ৪ ওভারে এল ২৯ রান।
চোট লাগল রোহিতের
ভ্যান বিকের বলে বড় শট খেলতে গিয়ে বল লাগল রোহিতের পেটে। কিছুটা সময় নিয়ে ব্যাট হাতে নামলেন ক্যাপ্টেন।
ভাল ছন্দে ভারতের ওপেনাররা
শুরু থেকেই দারুণ ছন্দে রোহিত শর্মা ও শুভমন গিল। আক্রমণ করছেন রোহিত।
টসে জিতল ভারত
টসে জিতে ভারতীয় দল টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিল টিম ইন্ডিয়া।
দলে কারা?
ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, জসপ্রিত বুমরা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ