রোহিত শর্মার অধিনায়কত্বে ইতিহাস গড়েছে ভারতীয় দল। এই দলটি ইতিহাসে চতুর্থবারের মতো বিশ্বকাপ (ODI, T20) শিরোপা জিতেছে। শনিবার ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়েছে ভারতীয় দল। এই জয়ে ১৪০ কোটি ভারতীয়কে সেলিব্রেট করার সুবর্ণ সুযোগ দেওয়া হল। ভারতীয় দল দুবার (১৯৮৩, ২০১১) ওডিআই বিশ্বকাপ শিরোপা জিতেছে। যেখানে এটি মাত্র দুবার (২০০৭, ২০২৪) টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতেছে। দলটি সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল (ODI) ২০১১ সালে। এখন ১৩ বছর পর বিশ্বকাপ (টি-টোয়েন্টিতে) শিরোপা জিতেছে।
এদিকে, ভারতের বিশ্বকাপ জেতার পরপরই সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা বইছে। নানা জনে নান ধরনের মিম বানিয়ে পোস্ট করছেন। সেরকমই কিছু মিম দেখুন নীচে পর পর।
এদিন প্রথমে ব্যাট করে ভারত করে ৭ উইকেটে ১৭৬ রান। জবাবে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় প্রোটিয়ারা। ম্যাচের শেষার্ধ ছিল টানটান। শেষে ৮ উইকেটে ১৬৯ রানে শেষ হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ২০১১ সালে শেষ বিশ্বকাপ জিতেছিল ভারত। মহেন্দ্র সিং ধোনির হাত ধরে একদিনের বিশ্বকাপ জিতেছিল মেন ইন ব্লু। এবার ২০ ওভারের ক্রিকেটে ভারতে বিশ্বকাপ এনে দিলেন টিম রোহিত। ভারতের জয়ে স্বভাবতই উচ্ছ্বসিত সকলে। ম্যাচ শেষ হওয়ার পর কাঁদতে দেখা যায় ভারতীয় দলের সদস্যদের।