scorecardresearch
 

IPL 2024 Auction: কোথায় কামিন্স? স্টার্ককে অবিশ্বাস্য দামে কিনল KKR, সর্বকালীন রেকর্ড

IPL-এর ইতিহাসের সবচেয়ে দামি প্লেয়ারের রেকর্ড গড়লেন মিচেল স্টার্ক। মঙ্গলবারের নিলামে ২৪.৭৫ কোটি টাকায় অস্ট্রেলিয়ার ফাস্ট বোলারকে কিনল কলকাতা নাইট রাইডার্স (KKR)। উল্লেখ্য, এর আগে পর্যন্ত, এদিনই সবচেয়ে দামি প্লেয়ারের শিরোপা ছিল অস্ট্রেলিয়ারই প্যাট কামিন্সের মাথায়।

Advertisement
রেকর্ড দামে মিচেল স্টার্ককে কিনল KKR রেকর্ড দামে মিচেল স্টার্ককে কিনল KKR

IPL-এর ইতিহাসের সবচেয়ে দামি প্লেয়ারের রেকর্ড গড়লেন মিচেল স্টার্ক। মঙ্গলবারের নিলামে ২৪.৭৫ কোটি টাকায় অস্ট্রেলিয়ার ফাস্ট বোলারকে কিনল কলকাতা নাইট রাইডার্স (KKR)। উল্লেখ্য, এর আগে পর্যন্ত, এদিনই সবচেয়ে দামি প্লেয়ারের শিরোপা ছিল অস্ট্রেলিয়ারই প্যাট কামিন্সের মাথায়। দুবাইয়ের অকশনে তাঁকে ২০.৫০ কোটি টাকায় কিনে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। এরপর তাঁকেই সবচেয়ে দামি খেলোয়াড় বলা হচ্ছিল। কিন্তু একইদিনেই তাঁকেও ছাড়িয়ে গেলেন মিচেল স্টার্ক। 

অস্ট্রেলিয়ার তারকা প্লেয়ারদের অবশ্য ২০ কোটির বেশি দাম হওয়ার অবশ্য কারণ আছে। কেন? কারণ চলতি বছর অস্ট্রেলিয়াকে দু-দু'টি ICC টুর্নামেন্ট জিতিয়েছে তারা। ফলে তাদের ফর্ম নিয়ে সন্দেহ নেই। প্যাট কামিন্স ওয়ার্ল্ড কাপ ফাইনাল ২০২৩-এর সময়ে ক্যাপ্টেন ছিলেন। 

এখনও পর্যন্ত সবচেয়ে দামি ৫ প্লেয়ার 
১. প্যাট কামিন্স (২০.৫০ কোটি টাকা): প্যাট কামিন্সকে ২০.৫০ কোটি টাকায় কেনে সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে যান প্যাট কামিন্স। কিন্তু এক ঘণ্টার মধ্যেই সেই  রেকর্ড ভেঙে যায়।

আরও পড়ুন

২. মিচেল স্টার্ক (২৪.৭৫ কোটি টাকা): কামিন্সের রেকর্ড ভাঙলেন ফাস্ট বোলার মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্কই আপাতত আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়। তাঁকে কলকাতা নাইট রাইডার্স (KKR) ২৪.৭৫ কোটি টাকায় কিনেছে।

৩. স্যাম কুরান (১৮.৫০ কোটি টাকা): ২০২৩ সালে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার স্যাম কুরান  পাঞ্জাব কিংস (PBKS) ফ্র্যাঞ্চাইজি ১৮.৫০ কোটি টাকায় কিনেছিল।

৪. ক্যামেরন গ্রিন (১৭.৫০ কোটি টাকা): স্যাম কুরানের পর নিলামে সবচেয়ে দামি খেলোয়াড় ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়ার এই তারকা অলরাউন্ডারকে ১৭.৫০ কোটি টাকায় কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স (MI)। পরে RCB-র সঙ্গে এক্সচেঞ্জ করা হয়। আসন্ন আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) হয়ে খেলতে দেখা যাবে ক্যামেরন গ্রিনকে।  

Advertisement

৫. বেন স্টোকস (১৬.২৫ কোটি টাকা): ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক এবং অলরাউন্ডার বলে কথা। বেন স্টোকস আইপিএল ইতিহাসের পঞ্চম সবচেয়ে দামি খেলোয়াড়। আইপিএল ২০২৩-এর নিলামে চেন্নাই সুপার কিংস (CSK) তাঁকে ১৬.২৫ কোটি টাকায় কিনেছিল। তবে এবার ম্যানেজমেন্ট সংক্রান্ত কাজের চাপের কারণে আইপিএল খেলবেন না বলে জানান বেন স্টোকস।

নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি ভারতীয় খেলোয়াড় প্রাক্তন টিম ইন্ডিয়ার অলরাউন্ডার যুবরাজ সিং। যুবরাজকে ১৬ কোটি টাকায় কিনেছে দিল্লি ডেয়ারডেভিলস। যদিও ২০১৫ সালের সিজনে মৌসুমে যুবরাজ বিশেষ কিছু করতে পারেননি। তিনি ১৪টি ম্যাচে গড়ে ১৯ করে মাত্র ২৪৮ রান করেছিলেন। যুবরাজকে পরের মরসুমের আগে ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দেয়। আন্তর্জাতিক ক্রিকেটকেও বিদায় জানিয়েছেন যুবরাজ।

তারপরেই সবচেয়ে বেশি দাম ইশান কিষাণের(১৫.২৫ কোটি টাকা।)


 

TAGS:
Advertisement