scorecardresearch
 

Mohammed Siraj: ৬ উইকেট নিয়ে দুর্ধর্ষ সিরাজ, দঃ আফ্রিকার স্কোরবোর্ড যেন ফোন নম্বর

Mohammed Siraj: কেপটাউনে সিরাজ ঝড়। দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই দক্ষিণ আফ্রিকাকে নিয়ে কার্যত ছিনিমিনি খেললেন মহম্মদ সিরাজ। অনেকেই বলছেন, গত সপ্তাহে সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে হারের বদলা নেবেন ঠিক করেই হয় তো মাঠে নেমেছিলেন তারকা বোলার। তা না হলে টেস্টে প্রথম ১০ ওভারেই ৪টি উইকেট নেহাত্ মুখের কথা নয়। বল করতে নেমেই দক্ষিণ আফ্রিকার ব্যাটিং তছনছ করে দেন সিরাজ। এইডেন মার্করাম (২), ডিন এলগার (৪) এবং টনি ডি জর্জিকে (২) একেবারে কম রানে ফেরত পাঠিয়ে দেন। 

Advertisement
হাইলাইটস
  • কেপটাউনে সিরাজ ঝড়। দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই দক্ষিণ আফ্রিকাকে নিয়ে কার্যত ছিনিমিনি খেললেন মহম্মদ সিরাজ।
  • অনেকেই বলছেন, গত সপ্তাহে সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে হারের বদলা নেবেন ঠিক করেই হয় তো মাঠে নেমেছিলেন তারকা বোলার।
  • তা না হলে টেস্টে প্রথম ১০ ওভারেই ৪টি উইকেট নেহাত্ মুখের কথা নয়। বল করতে নেমেই দক্ষিণ আফ্রিকার ব্যাটিং তছনছ করে দেন সিরাজ। এইডেন মার্করাম (২), ডিন এলগার (৪) এবং টনি ডি জর্জিকে (২) একেবারে কম রানে ফেরত পাঠিয়ে দেন। 

Mohammed Siraj: কেপটাউনে সিরাজ ঝড়। দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই দক্ষিণ আফ্রিকাকে নিয়ে কার্যত ছিনিমিনি খেললেন মহম্মদ সিরাজ। অনেকেই বলছেন, গত সপ্তাহে সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে হারের বদলা নেবেন ঠিক করেই হয় তো মাঠে নেমেছিলেন তারকা বোলার। তা না হলে টেস্টে প্রথম ১০ ওভারেই ৪টি উইকেট নেহাত্ মুখের কথা নয়। বল করতে নেমেই দক্ষিণ আফ্রিকার ব্যাটিং তছনছ করে দেন সিরাজ। এইডেন মার্করাম (২), ডিন এলগার (৪) এবং টনি ডি জর্জিকে (২) একেবারে কম রানে ফেরত পাঠিয়ে দেন। 

সিরাজের ছয় উইকেটের দৌলতেই এদিন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডার মাত্র ৫৫ রানে গুটিয়ে যায়।

প্রথমেই চতুর্থ ওভারে এইডেন মার্করামকে আউট করেন। সিরাজের ইয়র্কার থার্ড স্লিপে যশস্বী জয়সওয়ালের হাতে তুলে দেন এইডেন। পরের ওভারেই আরও এক বড় উইকেট- এলগারকে ড্রেসিং রুমে ফেরত পাঠিয়ে দেন। দক্ষিণ আফ্রিকার দুই ওপেনারকেই ৮ রানে ফেরান সিরাজ। কে বলবে, এই এলগারই বক্সিং ডে টেস্টে ১৮৫ রান তুলেছিলেন!

আরও পড়ুন

এরপর কাইল ভেরিন এবং মার্কো জ্যানসেনকে আউট করেন সিরাজ। এই নিয়ে পাঁচ বার টেস্টে এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট তুলে নিলেন সিরাজ।

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় চার ব্যাটারই আজ সিরাজ সাইক্লোনে কার্যত উড়ে যান। চার অভিজ্ঞ ব্যাটার মিলে মাত্র ১১ রান তোলেন। পরিসংখ্যান বলছে, এটি দক্ষিণ আফ্রিকার সেরা ৪ ব্যাটারের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন। তাও একটু-আধটু নয়, সেই ১৯২৭ সালের পর থেকে। সেই বছর একটি টেস্টে দক্ষিণ আফ্রিকার টপ ফোর মাত্র ১২ রান করেছিল। শুধু তাই নয়, টেস্ট ইতিহাসে ভারতীয় দলের বিরুদ্ধে এক ইনিংসে আফ্রিকা দলের এটি সবচেয়ে অল্প স্কোর। এর আগে, ২০১৫ সালের নভেম্বরে ভারতের বিরুদ্ধে সবচেয়ে কম স্কোর করেছিল দক্ষিণ আফ্রিকা। এরপর নাগপুর টেস্টে আফ্রিকান দল গুটিয়ে যায় ৭৯ রানে। সেই ম্যাচে স্পিনার রবিচন্দ্রন অশ্বিন প্রথম ইনিংসে ৫ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নিয়েছিলেন।

Advertisement

Advertisement