Team India Wickets in Perth Test, Kohli, Yashsvi, KL Rahul Out Today: বর্ডার-গাভাসকার ট্রফির শুরুটা ভাল হল না। পারথ টেস্টের সূচনাতেই হোঁচট খেল ভারতীয় দল। ভারতীয় দলের পরিস্থিতি যে এভাবে শুরুতেই এতটা খারাপ হয়ে যাবে, তা অনেকেই আশা করেননি। মাত্র দেড় ঘণ্টার মধ্যে, ভারতীয় দল ৩২ রানে ৩ উইকেট খুইয়ে ফেলে। লাঞ্চের আগে কেএল রাহুলও ৫০ রানে আউট হয়ে যান। লাঞ্চের আগে ভারতীয় দলের স্কোর ৪৭/৪ হয়ে গিয়েছিল। কেএল রাহুলের প্রত্যাবর্তন হয়েছে। অনেকেই ভাবছিলেন, এবার তিনি নিজেকে প্রমাণ করে দেবেন। কিন্তু আশাহত হলেন ফ্যানরা। স্টার্কের বলে ২৬ রানে আউট হয়ে যান রাহুল।
প্রথমেই যশস্বী জয়সওয়ালের এভাবে ফিরে যাওয়াটা অনেকেই মেনে নিতে পারছেন না। বিশেষত গত কয়েক ম্যাচে যশস্বী যথেষ্ট ফর্মেই ছিলেন। কিন্তু তারপরেও এদিন তিনি নিজের খাতা খুলতে পারেননি। মিচেল স্টার্কের বল ড্রাইভ করার চেষ্টা করছিলেন। সেই সময়েই স্লিপে নাথান ম্যাকসুইনির হাতে বল চলে যায়।
DRS to the rescue for Australia!
— 7Cricket (@7Cricket) November 22, 2024
Snicko shows an edge and KL Rahul goes.
Starc has 2/6 in his 7th over 🔥 #AUSvIND pic.twitter.com/R4mW3yE3VM
এরপর নামেন দেবদত্ত পাদিক্কল। তিনিও খাতা খুলতে পারেননি। তবে শুরু থেকেই কিন্তু বেশ ডিফেন্সিভ খেলছিলেন। মনে হচ্ছিল আর কিছু না হোক, অনেকক্ষণ টিকে যাবেন। কিন্তু তিনিও মোটে ২৩ বলই খেলেন। জয়সওয়ালের মতো তিনিও ০ রানে আউট হন। স্কোর ১৪/২ হয়ে যায়।
এর পরে, বিরাট কোহলি এবং কেএল রাহুলই ভরসা ছিল। কিন্তু কিং কোহলিও (৫) জশ হ্যাজলউডের বল সম্পূর্ণ 'মিসজাজ' করে ফেলেন। উসমান খাজার হাতে বল তুলে দেন। ম্যাচের দেড় ঘণ্টার মধ্যেই তিন উইকেট খুইয়ে ফেলে ভারতীয় ক্রিকেট দল। বিরাট আউট হওয়ার পর ভারতীয় দলের স্কোর দাঁড়ায় ৩২/৩।
যদি বিরাট কোহলির এই টেস্ট ইনিংস সহ গত ৭ টি ইনিংস দেখি, তাহলে সব মিলিয়ে মাত্র ৯৮ রান করেছেন। অন্যদিকে ইন্ডিয়ার স্কোরবোর্ড ৫০ পারের আগেই আউট হয়ে যান কেএল রাহুল।
টসে জিতেছেন জসপ্রিত বুমরাহ, অভিষেক মোট ৩ জনের
বর্ডার-গাভাস্কার ট্রফি 2024-25 এর প্রথম টেস্ট আজ (22 নভেম্বর)। পাব়্থের অপটাস স্টেডিয়ামে ম্যাচ। অধিনায়ক জাসপ্রিত বুমরাহ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। এই ম্যাচে ভারত ও অস্ট্রেলিয়ার ৩ জন নতুন খেলোয়াড়ের অভিষেক হয়েছে। বাদ পড়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।
টিম ইন্ডিয়ার একমাত্র স্পেশালিস্ট স্পিনার ওয়াশিংটন সুন্দর। এই ম্যাচে নীতীশ কুমার রেড্ডি এবং হর্ষিত রানা ভারতীয় দলের হয়ে টেস্ট অভিষেক করেন। অন্যদিকে অস্ট্রেলিয়ার হয়ে লাল বলের ক্রিকেটে অভিষেক হয় নাথান ম্যাকসুইনির। উল্লেখযোগ্য বিষয়টি হল, ব্যাটিং লাইন আপে ৩ নম্বরে দেবদত্ত পদিকলকে সুযোগ দেওয়া হয়েছিল। প্লেয়িং ইলেভেনে সুযোগ পাননি সরফরাজ খান।
পারথ টেস্টে ভারতীয় দলের প্লেয়িং 11: কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পাদিক্কল, বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, জাসপ্রিত বুমরাহ (অধিনায়ক), মোহাম্মদ সিরাজ।
পারথ টেস্টে অস্ট্রেলিয়ার প্লেয়িং 11: উসমান খাজা, নাথান ম্যাকসুইনি, মারনাস লাবুসচেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেট-রক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, জশ হ্যাজলউড।