scorecardresearch
 

Rohit Sharma World Cup 2023: 'আরও ২০-৩০ রান তুলতে পারলেই...' আক্ষেপ রোহিতের

Rohit Sharma World Cup 2023: টিম ইন্ডিয়ার তৃতীয়বার বিশ্বকাপ জেতার স্বপ্নভঙ্গ। হারের পর টিম ইন্ডিয়ার অনেক প্লেয়ারই বেশ বিষণ্ণ হয়ে পড়েন। বিশেষত, মাঠ ছাড়ার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন অধিনায়ক রোহিত শর্মা। এমনকি বিরাট কোহলিও হারের দুঃখ লুকাতে পারেননি। জাসপ্রিত বুমরাহ মহম্মদ সিরাজকে সামলানোর চেষ্টা করেন। অস্ট্রেলিয়ার কাছে ছয় উইকেটের পরাজয়ের পর অধিনায়ক রোহিত শর্মা বলেন, বিশ্বকাপ ফাইনালে তাঁদের ব্যাটিং ভাল ছিল না।

Advertisement
Rohit Sharma was heartbroken after India lost the World Cup 2023 Final (Reuters Photo) Rohit Sharma was heartbroken after India lost the World Cup 2023 Final (Reuters Photo)
হাইলাইটস
  • অস্ট্রেলিয়ার কাছে ছয় উইকেটের পরাজয়ের পর অধিনায়ক রোহিত শর্মা বলেন, বিশ্বকাপ ফাইনালে তাঁদের ব্যাটিং ভাল ছিল না।
  • বিশ্বকাপ ট্রফি হারানোর হতাশা রোহিত এবং টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের পাশাপাশি নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের চোখে-মুখেও স্পষ্ট বোঝা যাচ্ছিল।
  • ম্যাচের পরে রোহিত জানান, টিম ইন্ডিয়ার ঠিক কোথায় ভুল হয়েছে। ম্যাচের পরে, রোহিত বলেন, 'ম্যাচের ফলাফল আমাদের পক্ষে হয়নি। আমরা জানি, আজকের দিনটি আমাদের জন্য ভাল ছিল না। তবে আমি দলের জন্য গর্বিত।'

Rohit Sharma World Cup 2023: টিম ইন্ডিয়ার তৃতীয়বার বিশ্বকাপ জেতার স্বপ্নভঙ্গ। হারের পর টিম ইন্ডিয়ার অনেক প্লেয়ারই বেশ বিষণ্ণ হয়ে পড়েন। বিশেষত, মাঠ ছাড়ার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন অধিনায়ক রোহিত শর্মা। এমনকি বিরাট কোহলিও হারের দুঃখ লুকাতে পারেননি। জাসপ্রিত বুমরাহ মহম্মদ সিরাজকে সামলানোর চেষ্টা করেন। অস্ট্রেলিয়ার কাছে ছয় উইকেটের পরাজয়ের পর অধিনায়ক রোহিত শর্মা বলেন, বিশ্বকাপ ফাইনালে তাঁদের ব্যাটিং ভাল ছিল না। যার কারণে ফলাফল তাঁদের পক্ষে যায়নি। তবে তিনি পুরো দলের জন্য গর্বিত।

বিশ্বকাপ ট্রফি হারানোর হতাশা রোহিত এবং টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের পাশাপাশি নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের চোখে-মুখেও স্পষ্ট বোঝা যাচ্ছিল। ম্যাচের পরে রোহিত জানান, টিম ইন্ডিয়ার ঠিক কোথায় ভুল হয়েছে। ম্যাচের পরে, রোহিত বলেন, 'ম্যাচের ফলাফল আমাদের পক্ষে হয়নি। আমরা জানি, আজকের দিনটি আমাদের জন্য ভাল ছিল না। তবে আমি দলের জন্য গর্বিত।'

আহমেদাবাদে প্রথমে ব্যাট করতে নেমে ২৪০ রানেই আটকে যায় ভারত। এই স্বল্প প্রাচীরের দূর্গ রক্ষা করা স্বাভাবিকভাবেই যথেষ্ট কঠিন। রোহিত শর্মা বলেন, 'কিন্তু সত্যি কথা বলতে, এই স্কোরে আরও ২০-৩০ রান যোগ করতে পারলে ভাল হত। কেএল রাহুল এবং বিরাট কোহলি যখন ব্যাটিং করছিলেন, তখন মনে হচ্ছিল আমরা ২৭০-২৮০ রানের স্কোরে পৌঁছে যাব। কিন্তু আমরা পরপর অনেকগুলো উইকেট হারিয়েছি।'

আরও পড়ুন

অস্ট্রেলিয়ার ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার প্রসঙ্গে রোহিত বলেন, 'তিন উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া বড় জুটি গড়েছে। ২৪০ রান করার পর, আমরা চাইছিলাম আমাদের বোলাররা প্রথম দিকের উইকেট নিক। কিন্তু ট্র্যাভিস হেড এবং মারনাস লাবুশেনকে কৃতিত্ব দিতেই হবে।'

বিশ্বকাপ ফাইনালে হারের পর রোহিত বলেছেন- আমরা অজুহাত দিচ্ছি না...
টস হেরে যাওয়ার পর রোহিত বলেছিলেন, টস জিতলে ব্যাট করার সিদ্ধান্ত নিতেন। তিনি বলেন, 'আমি ভেবেছিলাম এই উইকেটটি দিনের আলোতে ব্যাট করার জন্য ভাল। আমরা জানতাম এটা দিনের বেলায় ভাল থাকবে। তাই আমরা এই বিষয়ে কোনও অজুহাত দিতে চাই না। আমরা ভাল ব্যাটিং করিনি।

Advertisement

কামিন্স বলছেন, ফাইনালের জন্য আমরা আমাদের সেরা পারফরম্যান্স বাঁচিয়ে রেখেছিলাম
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেন, 'আমার মনে হয় শেষ ম্যাচের জন্যই আমরা আমাদের সেরা পারফরম্যান্সটা বাঁচিয়ে রেখেছিলাম।' বড় ম্যাচে ভাল পারফরম্যান্স দেখিয়েছেন বেশ কয়েকজন অজি। কামিন্স আরও বলেন, 'আজ আমরা ভেবেছিলাম রান তাড়া করাটাই ভাল এবং সহজ কাজ হবে। পিচ খুব স্লো ছিল। কোনও স্পিন ছিল না। আর আমরা সঠিক লেন্থে বোলিং করেছি।'

লাবুশেন বলছেন, ভারত দুর্দান্ত খেলেছে, কিন্তু...
৫৮ রানের অপরাজিত ইনিংস খেলার পর, মার্নাস লাবুশেন বলছেন, 'ভারত টুর্নামেন্টে এত দুর্দান্ত ফর্মে ছিল! কিন্তু আপনি যদি আপনার সেরা ক্রিকেটটা খেলেন, তাহলে সুযোগ তো অবশ্যই পাবেন। আমাদের বোলাররা দুর্দান্ত পারফর্ম করেছে এবং ট্র্যাভিসের পারফরম্যান্স অবিশ্বাস্য। আমার কিছু বলার নাই। দুই মাস আগেও ওয়ানডে ম্যাচের দলে তিনি ছিলেন না।'

Advertisement