scorecardresearch
 

Sanju Samson : 'ধোনি-কোহলি আমার ছেলের ১০ বছর নষ্ট করে দিয়েছে', বিস্ফোরক দাবি সঞ্জু স্যামসনের বাবার

মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলিদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন ক্রিকেটার সঞ্জু স্য়ামসনের বাবা বিশ্বনাথ স্যামসন।

Advertisement
Sanju Samson Sanju Samson
হাইলাইটস
  • ধোনি, দ্রাবিড়দের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
  • অভিযোগ করলেন সঞ্জু স্যামসনের বাবা।

মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলিদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন ক্রিকেটার সঞ্জু স্য়ামসনের বাবা বিশ্বনাথ স্যামসন। তাঁর দাবি, ওই সব বড় বড় ক্রিকেটাররা তাঁর ছেলের জীবনের ১০ টা বছর নষ্ট করেছেন। কারণ, সঞ্জুকে জাতীয় দলে ক্রমাগত সুযোগ দেওয়া হয়নি। সঞ্জু এখন দক্ষিণ আফ্রিকায় রয়েছেন। সেখানে টি টোয়েন্টি টুর্নামেন্টে ভারতীয় দলের অংশ তিনি। 

কেরলের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই বিস্ফোরক দাবি করেন বিশ্বনাথ স্যামসন। প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়, প্রাক্তন ক্যাপ্টেন ধোনি, এছাড়াও রোহিত শর্মা ও কোহলিকে আক্রমণ করেন সঞ্জুর বাবা। তিনি বলেন, 'কয়েকজন মানুষ আমার ছেলের জীবনের ১০ বছর নষ্ট করে দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন অধিনায়ক, ধোনি, কোহলি ও রোহিত। কোচ রাহুল দ্রাবিড়ও এই তালিকার মধ্যে রয়েছেন।' 

তবে সঞ্জুর কামব্যাকের ফলে তিনি খুশি। বিশ্বনাথ জানান,'আমার ছেলে দীর্ঘদিন সুযোগ পায়নি। সেজন্য ও খুব পরিশ্রম করেছে। দিনরাত এক করেছে। লোহা যেভাবে পোড়ালে শক্ত হয় সেভাবে সঞ্জুও শক্ত লোহার মতো হয়ে গেছে।'

আরও পড়ুন

৩০ বছরের সঞ্জু স্যামসন এখন ফর্মে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্য়াচেই সেঞ্চুরি করেছেন তিনি। ১৬ টি একদিনের ক্রিকেট খেলে তিনি প্রায় ৫৭ রানের গড়ে ব্যাটিং করেছেন। একটি সেঞ্চুরি ও ৩ টে হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। টি টোয়েন্টি ক্রিকেটে ৩৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলে দুটি সেঞ্চুরি করেছেন।  
 

Advertisement