scorecardresearch
 

ICC World Cup 2023 Sourav Ganguly: রোহিতদের কাপ জয়ে বাধা কারা? সৌরভ জানালেন...

বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে ভারতীয় দল। টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনালের পথে টিম ইন্ডিয়া। রবিবার ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। শনিবার ইডেন গার্ডেনসে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডের ম্যাচের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই সময় উঠে এল নানা কথা। ভারতের সামনে কঠিন প্রতিপক্ষ কে? টিম ইন্ডিয়া যেভাবে খেলছে তাতে তাঁদের হারাতে পারে কারা?

Advertisement
সৌরভ গঙ্গোপাধ্যায় ও টিম ইন্ডিয়া সৌরভ গঙ্গোপাধ্যায় ও টিম ইন্ডিয়া

বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে ভারতীয় দল। টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনালের পথে টিম ইন্ডিয়া। রবিবার ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। শনিবার ইডেন গার্ডেনসে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডের ম্যাচের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই সময় উঠে এল নানা কথা। ভারতের সামনে কঠিন প্রতিপক্ষ কে? টিম ইন্ডিয়া যেভাবে খেলছে তাতে তাঁদের হারাতে পারে কারা?

সৌরভ মনে করেন, 'ভারতের সামনে সব থেকে বড় দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ওরা খুব ভাল ক্রিকেট খেলছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকাও খুব ভাল ছন্দে রয়েছে।’ শনিবারই নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ রানে জিতে বিশ্বকাপে দারুণ ভাবে ফিরে এসেছেন স্টিভ স্মিথরা। অন্যদিকে শুরু থেকেই দারুণ ছন্দে দক্ষিণ আফ্রিকা। ভারতের বিরুদ্ধে হারতে হলেও ঘুরে দাঁড়িয়েছে তেম্বা বাভুমার দল। 

তবে ইংল্যান্ডের অবস্থা দেখে হতাশ সৌরভ। মহারাজ বলেন, 'কোনও দিন ভাবিনি ইংল্যান্ড এ রকম খেলবে। তবে এটাই ক্রিকেট। আগে থেকে কিছু বলা যায় না।' টিম ইন্ডিয়াকে আগে থেকেই সেমিফাইনালে ওঠার কাজটা সেরে ফেলার পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন ক্যাপ্টেন। সৌরভ বলেন, ‘এখনই বিশ্বকাপ জেতার কথা ভাবলে চলবে না। আগে সেমিফাইনালে ওঠার লক্ষ্যে এগোতে হবে। তার পরে চ্যাম্পিয়ন হওয়ার কথা ভাবতে হবে।’ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ নভেম্বর ইডেনে খেলতে নামবে ভারতীয় দল। সেই ম্যাচে ভাল খেলা দেখার আশায় রয়েছেন সৌরভ। এই ম্যাচ ঘিরে টিকিটের চাহিদা অনেক। তা তিনি ভালোভাবেই বুঝতে পেরেছেন। সেই কারণেই তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাঁর কাছে কোনও বাড়তি টিকিট নেই। সৌরভ বলেন, ‘ভারতের ম্যাচ ঘিরে ইডেনে সব সময় উত্তেজনা থাকে। ভাগ্য ভাল যে আমি এখন বোর্ড সভাপতির পদে নেই। আমার কাছে কোনও বাড়তি টিকিট নেই।’

Advertisement

রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে লখনউয়ে খেলতে নামবে ভারত। সেই ম্যাচ জিতলে আধ ডজন জয়ের সঙ্গে সেমিফাইনালে এক পা দিয়ে দেবেন রোহিতেরা। আপাতত সেই লক্ষ্যেই তৈরি হচ্ছেন তাঁরা।

Advertisement