scorecardresearch
 

Sunil Gavaskar : 'অস্ট্রেলিয়া সিরিজ অনেক সিনিয়রের ভাগ্য নির্ধারণ করবে', রোহিত-বিরাটদের ইঙ্গিত গাভাসকারের?

ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে গাভাসকার বলেন, 'অস্ট্রেলিয়া সিরিজে ভারতীয় দল কী করে তার উপর নির্ভর করবে এই দলের ভবিষ্যৎ। ফলাফল খারাপ হলে দলে অনেক বদল আসতে পারে।'

Advertisement
Sunil Gavaskar,Virat Kohli Sunil Gavaskar,Virat Kohli
হাইলাইটস
  • অস্ট্রেলিয়া সফরের উপর নির্ভর করছে অনেক সিনিয়রের ভবিষ্যৎ
  • দাবি করলেন সুনীল গাভাসকার

দেশের মাটিতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-০ তে টেস্ট সিরিজ হেরেছে টিম ইন্ডিয়া। লজ্জাজনক হারের পর রোহিত শর্মাদের কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে। সিনিয়র খেলোয়াড়কে ভারতীয় দলের এই ব্যর্থতা মেনে নিতে পারেননি। কোচ, ক্যাপ্টেন-সহ টিমের বাকি খেলোয়াড়দেরও সমালোচনার মুখে পড়তে হয়েছে। সামনেই অস্ট্রেলিয়া সফরে যাবে টিম ইন্ডিয়া। সুনীল গাভাসকারের মতে, এই সফর ভারতীয় টিমের জন্য খুব তাৎপর্যপূর্ণ। অজিদের বিরুদ্ধে ভারত কেমন ফলাফল করে তার উপর নির্ভর করবে অনেক সিনিয়র খেলোয়াড়ের ভাগ্য। 

ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে গাভাসকার বলেন, 'অস্ট্রেলিয়া সিরিজে ভারতীয় দল কী করে তার উপর নির্ভর করবে এই দলের ভবিষ্যৎ। ফলাফল খারাপ হলে দলে অনেক বদল আসতে পারে। অনেক সিনিয়রের ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে। দলে অনেকের বয়স হয়েছে। সেদিকে নজর দেওয়া দরকার। আমাদের হাতে অপশন আছে, সেগুলো বিচার করা যেতে পারে।' 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে রোহিত শর্মা ও বিরাট কোহলির পারফরম্যান্স নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। টেস্ট ম্য়াচে তাঁরা কেন বারবার ব্যর্থ হচ্ছেন তা নিয়ে একাধিক তত্ত্ব উঠে এসেছে। টি টোয়েন্টি বা ৫০ ওভারের ম্যাচ  বেশি খেলে টেস্ট খেলার ধৈর্য তাঁদের নেই, এমনটাও বলছেন অনেকে। তা নিয়ে মুখ খোলেন গাভাসকার। ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য বলেন, 'দুজনই ক্রিকেটে পারদর্শী। খেলার টেকনিকও অসম্ভব ভালো। তা নিয়ে কোনও সন্দেহ নেই। রোহিতকে অসাধারণ বোলিংয়ের সামনে পড়তে হয়েছে। কয়েকটা দারুণ শর্টও খেলেছে সে। তবে টপ ফর্মে রোহিত ছিল না। অস্ট্রেলিয়ার পিচ ব্যাটিংয়ের জন্য খুব ভালো। ১০ থেকে ১২ ওভার ধরে ব্যাট ব্যাট করতে তার পরের ওভারগুলো খুব ভালো যাবে ব্যাটারদের জন্য। সেটা মনে রাখা দরকার। একটু ধৈর্য ধরে ব্যাট করলেই হবে বলে আমার মনে হয়। তাহলেই ওরা দুজনেই রানে ফিরে আসবে।' 

আরও পড়ুন

Advertisement

নিউজিল্যান্ডের কাছে হারার পর কোচ গৌতম গম্ভীরের ভূমিকাও প্রশ্নের মুখে পড়েছে। সেটা যে অযৌক্তিক নয় সেটা স্বীকার করে নেন গাভাসকার। তিনি বলেন, 'দল যখন লাগাতার খারাপ পারফরম্যান্স করে তখন কোচকে প্রশ্নের মুখে পড়তেই হবে। একথা ঠিক ভারতীয় দলের কোচ নতুন। তবে শ্রীলঙ্কা সফরে ভারতকে হারতে হয়েছে। আবার এখানেও লজ্জাজনক পরাজয়ের মুখে পড়তে হয়েছে টিমকে। তাই কোচের ভূমিকা নিয়ে কথা হবেই। অস্ট্রেলিয়া সফরে যদি টিম ভালো করতে পারে তাহলে ভালো। কিন্তু যদি তা না হয় তাহলে কিন্তু আরও কড়া কড়া প্রশ্নের মুখে পড়তে হবে কোচকে।'   

Advertisement