নিউজিল্যান্ডের বিরুদ্ধে লজ্জাজনক হারের পর চাপে টিম ইন্ডিয়া। গোদের উপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে রোহিতের টিমে না থাকা। প্রথম ম্যাচে হিটম্যান থাকবেন না। তা প্রায় পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন কোচ গৌতম গম্ভীর। কিন্তু রোহিত শর্মা টিমে না থাকলে কে ক্যাপ্টেন্সি করবেন? কেই বা ওপেনিং করতে যাবেন? তার উত্তর দিয়েছেন কোচ গম্ভীর।
গৌতম গম্ভীর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'রোহিত শর্মাকে নিয়ে এখনও কোনও খবর নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আশা করা যায় রোহিত খেলবে। সিরিজ শুরু হয়ে গেলে সব খবর আপনাদের জানিয়ে দেওয়া হবে।' তবে রোহিত যে প্রথম টেস্টে খেলবেন না সরাসরি না বললেও প্রায় পরিষ্কার করে দেন গম্ভীর। জানিয়ে দেন, রোহিত এখনও অস্ট্রেলিয়া পৌঁছননি।
টেস্টে ওপেনিং করে থাকেন রোহিত শর্মা। প্রথম ম্যাচে না থাকার কারণে তাঁর জায়গায় কে ক্রিজে নামবেন সেটা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই বিষয়ে গৌতম গম্ভীর জানান, গৌতম গম্ভীর না থাকার কারণে কেএল রাহুল ও অভিমন্যু ঈশ্বরণ ওপেনিং করবে। গম্ভীরের কথায়, 'কেএল রাহুল ও ঈশ্বরণকে ক্রিজে দেখা যেতে পারে। তবে প্লেয়িং ইলেভেন নিয়ে এখনই আপনাদের কোনও তথ্য জানাতে পারব না। আমাদের সেরা একাদশই মাঠে নামাব।'
রোহিত তো নেই তাহলে কে ক্যাপ্টেন হবেন? কোচ গৌতম গম্ভীর বলেন, 'প্রথম ম্যাচে রোহিত না থাকলে দলের সহ-অধিনায়ক জসপ্রীত বুমরাহ। সেজন্য রোহিতের অনুপস্থিতিতে বুমরাহ অধিনায়কত্ব সামলাবেন।'
কেএল রাহুলের উপর টিম খুব বিশ্বাস রাখছে, এই দাবিও করেন গম্ভীর। তিনি বলেন, 'রাহুল ওপেনিং করতে পারেন। তিন নম্বর, ছয় নম্বরেও ব্যাট করতে পারে। খুব কম খেলোয়াড়ই এমন আছে যারা এতগুলো পজিশনে খেলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে।' ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, গম্ভীরের এই বয়ান থেকেই পরিষ্কার যে, রাহুল ওপেনিং করতে পারে। আবার তাকে পরেও নামানো হতে পারে ক্রিজে। সেক্ষেত্রে অভিমন্যুর সঙ্গে যশস্বী ওপেনিং করতে পারে।
ভারতের সম্ভাব্য একাদশ
যশস্বী জসওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল/ সরফরাজ খান,ঋষভ পন্ত, রবীন্দ্র জাদেজা, অশ্বিন, জসপ্রীত বুমহার, মহম্মদ সিরাজ অথবা হর্ষিত রাণা।