scorecardresearch
 

Virat Kohli Birthday: সোনালি ব্যাট, স্পেশাল কেক, বিরাটের জন্মদিনে কীভাবে সেলিব্রেট করবে ইডেন?

গত দেড় দশকে ভারতীয় ক্রিকেট তো বটেই গোটা বিশ্বের ক্রিকেটকে শাসন করছেন বিরাট কোহলি। এবারের বিশ্বকাপেও রয়েছেন দারুণ ছন্দে। এহেন তারকার জন্মদিনে এলাহি আয়োজন করতে চেয়েছিল সিএবি। কিন্তু ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের মাঝে বড় অনুষ্ঠান করার অনুমতি মেলেনি। তবে বিশেষ স্মারক, কেক থাকছে কিং কোহলির জন্য।

Advertisement
ইডেন গার্ডেনসে বিরাট কোহলি ইডেন গার্ডেনসে বিরাট কোহলি

Virat Kohli Birthday: গত দেড় দশকে ভারতীয় ক্রিকেট তো বটেই গোটা বিশ্বের ক্রিকেটকে শাসন করছেন বিরাট কোহলি। এবারের বিশ্বকাপেও রয়েছেন দারুণ ছন্দে। এহেন তারকার জন্মদিনে এলাহি আয়োজন করতে চেয়েছিল সিএবি। কিন্তু ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের মাঝে বড় অনুষ্ঠান করার অনুমতি মেলেনি। তবে বিশেষ স্মারক, কেক থাকছে কিং কোহলির জন্য।

জন্মদিনে কী কী গিফট পাচ্ছেন বিরাট?
জন্মদিনে অভিনব ব্যবস্থাই করতে চেয়েছিল সিএবি। কথা ছিল, স্পেশাল মুখোশ বানানো হবে দর্শকদের জন্য। সেটা পরেই খেলা দেখবেন ৬৭ হাজার সমর্থক। তবে তা হচ্ছে না। কথা ছিল, স্পেশাল আতসবাজির রোশনাই হবে বিরাটের জন্মদিনে। সেটাও বাতিল হয়েছে। মেলেনি মাঠের মাঝে কেক কাটার অনুমতিও। যদিও সিএবি এই সমস্ত পরিকল্পনার ব্যাপারে সরকারিভাবে কিছুই জানায়নি। তবে রবিবার ইডেন থেকে সোনার জ্বল করা ব্যাট, আর স্পেশাল কেক দেওয়া হবে বিরাটকে। সূত্রের খবর, ভারতীয় দলের ড্রেসিংরুমে গিয়ে কেক ও স্মারক ব্যাট ভারতের প্রাক্ত ক্যাপ্টেনের হাতে তুলে দেবেন সিএবি কর্তারা।    

সিএবি চাইলেও বড় অনুষ্ঠান করা যাচ্ছে না। তবে ফ্যানরা কিন্তু শনিবার থেকেই বিরাটের জন্মদিন পালনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। রবিবার ইডেন গার্ডেনসে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচের আগে শনিবার শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছে দুই দলই। ইডেনের সামনে বিরাট কোহলির ছবি আঁকতে দেখা যায় এক শিল্পীকে। আরও এক সমর্থককে আবার দেখা মাথার চুল কেটে লিখেছেন, 'Happy Birthday Virat।'

আরও পড়ুন

 টানা সাত ম্যাচ জিতে সেমিয়াইনালে আগেই পৌঁছে গিয়েছিল টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তান জিতে যাওয়ায় শেষ চারে পৌঁছে গিয়েছে দক্ষিণ আফ্রিকাও। ফলে এই ম্যাচ নিয়মরক্ষার হলেও, অপরাজিত রেকর্ড অক্ষুণ্ণ রাখতে মরিয়া রোহিত শর্মারা। একদিনের ক্রিকেটে বড় রেকর্ডের সামনে রয়েছেন দিল্লির ক্রিকেটার। সেঞ্চুরি তাঁর কাছে জলভাত। ৫০ ওভারের ফরম্যাটে আরও একটা সেঞ্চুরি করতে পারলে কোহলি ছুঁয়ে ফেলবেন সচিন তেন্ডুলকরকে। ইডেনে বিরাটের রেকর্ড বেশ ভালো। রবিবারের উপচে পড়া ইডেনকে রিটার্ন গিফট দিতে তৈরি হচ্ছেন কিং কোহলি।

Advertisement

Advertisement