ডেঙ্গি আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ভারতীয় দলের ওপেনার শুভমন গিলকে। সেখান থেকে ছাড়া পেলেও তাঁর দলে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে। তিনি যদি বিশ্বকাপে একটাও ম্যাচ খেলতে না পারেন তা হলে ভারতীয় দলে জায়গা পাবেন কে? এ নিয়ে জল্পনার মাঝে দুই ক্রিকেটারের নাম শোনা যাচ্ছে।
কারা হতে পারেন বিকল্প?
বিকল্প হতে পারেন রুতুরাজ গায়েকোয়াড ও যশস্বী জয়সওয়ালের নাম। এই দুই ব্যাটারকে তৈরি থাকারও পরামর্শ দিতে পারেন নির্বাচকরা। সোমবারই বিসিসিআই সচিব বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছেন বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে খেলবেন না শুভমন গিল। দলের সঙ্গে যাননি তিনি। পরে জানা যায়, প্লেটলেট কমে যাওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয় গিলকে। ফলে তাঁকে বাকি বিশ্বকাপে পাওয়া নিয়ে সংশয় রয়েছে। বুধবার দিল্লিতে ভারত-আফগানিস্তান ম্যাচের মাঝেই সেই আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। সেইদিনই এই দুই ক্রিকেটারের নাম উঠতে পারে বলে মনে করা হচ্ছে।
শুভমনের যদি সুস্থ হতে সময় লাগে, সে ক্ষেত্রে তাঁর জায়গায় যশস্বী ও রুতুরাজের মধ্যে কাউকে দলে নেওয়া হতে পারে। তবে ভারতীয় দল যদি চায় তবেই দলে নেওয়া হবে অন্য কাউকে। রোহিত শর্মারা অপেক্ষা করতে পারেন শুভমনের জন্য। সে ক্ষেত্রে সুস্থ হওয়ার পর দলে যোগ দেবেন তিনি। না হলে এশিয়ান গেমসে সোনা জয়ী দলের ক্যাপ্টেন ও আরেক তারকার মধ্যে একজনকে দলে নেওয়া হতে পারে। খেলার মধ্যে থাকায় প্রথম একাদশে খেলতে হলেও সমস্যা হবে না। তবে রোহিতরা কী বলেন সেটার উপরেই নির্ভর করছে রুতুরাজ বা যশস্বীর শিঁকে ছেড়ার ব্যাপারটা।
জীবনের প্রথম এক দিনের বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছিলেন শুভমন। কিন্তু প্রথম ম্যাচের আগেই তিনি ডেঙ্গি আক্রান্ত হন। এর জেরেই হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। এখন কবে তিনি সুস্থ হতে পারেন তার দিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।