scorecardresearch
 

Rinku Singh: বিজয় হাজারেতে UP-র অধিনায়ক রিঙ্কু, এবার কি KKR কাপ্তানি? মুখ খুললেন ফিনিশার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) আসন্ন ২০২৫ মরসুমের মেগা নিলাম শেষ হয়েছে। সমস্ত দল তাদের খেলোয়াড়দের প্রস্তুত করেছে। এদিকে কলকাতা নাইট রাইডার্সকেও (Kolkata Knight Riders) আসন্ন মরসুমের আগে তাদের নতুন অধিনায়ক ঘোষণা করতে হবে। কারণ শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) এবার তাদের দলে নেই। ২০২৪ মরসুমে তাঁর নেতৃত্বেই আইপিএল শিরোপা জিতেছিল। এবারের আইপিএল-এ পঞ্জাব কিংসের (Punjab Kings) দলে এসেছেন। 

Advertisement
রিঙ্কু সিং রিঙ্কু সিং

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) আসন্ন ২০২৫ মরসুমের মেগা নিলাম শেষ হয়েছে। সমস্ত দল তাদের খেলোয়াড়দের প্রস্তুত করেছে। এদিকে কলকাতা নাইট রাইডার্সকেও (Kolkata Knight Riders) আসন্ন মরসুমের আগে তাদের নতুন অধিনায়ক ঘোষণা করতে হবে। কারণ শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) এবার তাদের দলে নেই। ২০২৪ মরসুমে তাঁর নেতৃত্বেই আইপিএল শিরোপা জিতেছিল। এবারের আইপিএল-এ পঞ্জাব কিংসের (Punjab Kings) দলে এসেছেন। 

কেকেআর-এর হয়ে অধিনায়কত্বের দৌড়ে ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer), অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) এবং রিংকু সিংও আছেন। রিংকু সিংকে (Rinku Siingh) কেকেআর-এর অধিনায়ক হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বড় আপডেট দিয়েছেন। ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে রিঙ্কু বলেন, 'আইপিএলের আসন্ন মরসুমে কেকেআরের অধিনায়কত্ব নিয়ে আমি খুব একটা ভাবছি না।' 

এ বছর তিনি ইউপি টি-টোয়েন্টি লিগে মিরাটের অধিনায়কত্ব করে দলকে চ্যাম্পিয়ন করেছেন। রিঙ্কু অধিনায়ক হিসেবে এই লিগের নয়টি ম্যাচে ১৬১.৫৪ স্ট্রাইক রেট দিয়ে ২১০ রান করেছেন। এবার শুধু ব্যাটিং নয়, স্পিন বোলিং-এও হাত পাকাচ্ছেন রিঙ্কু। তিনি বলেন, 'ইউপি টি-টোয়েন্টি লিগে বোলিংয়ে হাত পাকাবার চেষ্টা করেছি। বর্তমান ক্রিকেটে প্রত্যেকেরই একটি সম্পূর্ণ প্যাকেজ সহ একজন খেলোয়াড় প্রয়োজন। একজন খেলোয়াড় যে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ে অবদান রাখতে পারে। এখন আমি আমার বোলিংয়েও মনোযোগ দিচ্ছি এবং অধিনায়ক হিসেবে আমাকে ইউপি দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। যার জন্য আমি সম্পূর্ণ প্রস্তুত।'

আরও পড়ুন

রিঙ্কু সিং কেকেআর-এর হয়ে দারুণ কিছু ইনিংস খেলেছেন। ফিনিশার হিসেবে নিজের জায়গা পাকা করা এই ক্রিকেটার এবার কলকাতার দলের ক্যাপ্টেনও হতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। দলের অন্যতম মালিক শাহরুখ খানও রিঙ্কুর খুব পছন্দের ক্রিকেটার। তবে তা নিয়ে ভাবতে নারাজ রিঙ্কু। এখন তাঁর ফোকাস আইপিএল-এ ভাল পারফর্ম করার জন্য প্রস্তুতি নেওয়া। আর সেই কাজটাই ভালভাবে সারতে চাইছেন রিঙ্কু।

Advertisement

Advertisement