গৌতম গম্ভীরের অগ্নিপরীক্ষা হতে চলেছে। অস্ট্রেলিয়ায় আসন্ন টেস্ট সিরিজ নিয়ে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। একমত হরভজন সিংও। তাঁর কথায়, কোচ হিসাবে গৌতমের ধৈর্য্য ও ক্রোধ নিয়ন্ত্রণের পরীক্ষা নেবে এই টেস্ট সিরিজ।
এমনিতেই নিউজিল্যান্ড টেস্টে রোহিতদের পারফর্ম্যান্স নিয়ে কম কথা হচ্ছে না। গম্ভীরের দায়িত্ব নেওয়ার পরপরই টিম ইন্ডিয়ার খারাপ পারফরম্যান্স। স্বাভাবিকভাবেই গৌতম গম্ভীরের জন্য অস্ট্রেলিয়ার সিরিজ নিজেকে প্রমাণ করার সুযোগ হিসাবে দেখা হচ্ছে। এমনটাই মনে করছেন হরভজন সিং। তিনি বললেন, 'গৌতম গম্ভীর এমনিততেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে হেরে প্রেশারে আছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভাল খেলতে হলে আমাদের নিজেদের শান্ত রাখতে হবে।'
সম্প্রতি যতীন সাপরুর ইউটিউব চ্যানেলে একটি সাক্ষাৎকার দেন হরভজন। সেখানেই আসন্ন বর্ডার-গাভাসকার সিরিজ নিয়ে একাধিক বিশ্লেষণ দেন প্রাক্তন তারকা স্পিনার।
তবে গৌতম গম্ভীরের সাপোর্টেও কথা বলেছেন তাঁর একসময়ের সতীর্থ। বলেন, 'যে কোনও বড় টিমকে চালনা করাটা সবসময়েই একটা কঠিন কাজ। সবারই কিছুটা সময় দিতে লাগে। যদি রেজাল্ট ভাল হত, তাহলেই আবার সবাই বলত যে দেখো, গৌতম কেমন জয় এনে দিচ্ছেন... অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই টেস্ট সিরিজটা তাই খুবই গুরুত্বপূর্ণ। '