scorecardresearch
 

India VS South Africa: জন্মদিনে সেঞ্চুরি-সবচেয়ে বড় জয়, ইডেনে একগুচ্ছ রেকর্ড গড়ল ভারত

বিরাট কোহলির ১০১ নট আউটের ইনিংসটা রূপকথার মতো। গোটা দক্ষিণ আফ্রিকা টিমের রানের চেয়ে বেশি কোহলির রান। এহেন ইতিহাস এই নিয়ে দ্বিতীয়বার ঘটল। বিপক্ষের সবচেয়ে বেশি রান করা প্লেয়ারের সমান রানও করতে পারল না প্রোটিয়ারা।

Advertisement
বিরাট কোহলি-- ছবি সৌজন্য: BCCI বিরাট কোহলি-- ছবি সৌজন্য: BCCI
হাইলাইটস
  • একদিনের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় হার
  • একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক
  • জন্মদিনে সেঞ্চুরি করা প্লেয়ার

Virat Kohli VS South Africa Records, World Cup 2023: অপ্রতিরোধ্য ভারত। অতীতে কোনও বিশ্বকাপে এরকম দানবীয় খেলা দেখা যায়নি ভারতের। রবিবার ইডেনে দক্ষিণ আফ্রিকাকে একবারে হেলায় হারিয়ে দিল চিম ইন্ডিয়া। ২৪৭ রানের সুবিশাল জয়ে আরও একবার প্রমাণ হল, ২০২৩ সালের বিশ্বকাপে ভারতকে হারানো 'মুশকিল হি নেহি, না মুমকিন।'

বিরাট কোহলির ১০১ নট আউটের ইনিংসটা রূপকথার মতো। গোটা দক্ষিণ আফ্রিকা টিমের রানের চেয়ে বেশি কোহলির রান। এহেন ইতিহাস এই নিয়ে দ্বিতীয়বার ঘটল। বিপক্ষের সবচেয়ে বেশি রান করা প্লেয়ারের সমান রানও করতে পারল না প্রোটিয়ারা।

একদিনের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় হার

আরও পড়ুন

ইডিনে রবিবারের সন্ধ্যায় যা ঘটল, তা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এ যাবত্‍ ভারতের সবচেয়ে বড় জয়। এর আগে ২০১০ সালে গোয়ালিয়রে ও ২০০৩ সালে ঢাকা ম্যাচে ১৫৩ রানে হারিয়েছিল ভারত। অন্যদিকে একদিনের ক্রিকেটের ইতিহাসে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় হার। এর আগে তাঁরা পাকিস্তানের বিরুদ্ধে ১৮২ রানে হেরেছিলেন।  সেই ম্যাচটি ২০০২ সালে পোর্ট এলিজাবেথ স্টেডিয়ামে হয়েছিল। রবিবার একটা, দুটো নয়, ৯টি রেকর্ড হয়েছে।

একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক

একদিনের ক্রিকেটে সচিন তেন্ডুলকারের সবচেয়ে বেশি সেঞ্চুরি ছিল। ৪৯টি। বিরাট কোহলিও এখন ৪৯টি সেঞ্চুরি। তাও সচিনের চেয়ে কম ম্যাচ খেলে। সচিন খেলেছেন ৪৫২টি ম্যাচ। বিরাট খেলেছেন এখনও পর্যন্ত ২৭৭টি ম্যাচ। রোহিত শর্মা ২৫১টি ম্যাচ খেলে ৩১টি সেঞ্চুরি। রিকি পন্টিংয়ের ৩৬৫টি ম্যাচে ৩০টি সেঞ্চুরি। সনথ জয়সূর্য ৪৩৩টি ম্যাচ খেলে ২৮টি সেঞ্চুরি করেছিলেন।

ভারতীয় দল
ভারতীয় দল

জন্মদিনে সেঞ্চুরি করা প্লেয়ার

নিজের জন্মদিনে যে গুটি কতক প্লেয়ার সেঞ্চুরি করতে পেরেছেন, তাঁদের মধ্যে রয়েছেন, বিনোদ কাম্বলি, ১৯৯৩ সালে ২১তম জন্মদিনে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০০ নট আউট ছিলেন। সচিন তেন্ডুলকার ১৯৯৮ সালে শারজায় ২৫ বছরের জন্মদিনে ১৩৪ নট আউট ছিলেন। সনথ জয়সূর্য ২০০৮ সালে ৩৯তম জন্মদিনে ভারতের বিরুদ্ধে ১৩০ রান করেছিলেন। রস টেলার ২০১১ সালে নিজের ২৭ তম জন্মদিনে পাকিস্তানের বিরুদ্ধে ১৩১ রান নটআউট ছিলেন।  টম লেথাম ১৪০ নটআউট তাঁর ৩০তম জন্মদিনে ২০২২ সালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে করেছিলেন। বিরাট কোহলি নিজের ৩৫তম জন্মদিনে ১০১ নটআউট থাকলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। 

Advertisement

বিশ্বকাপে সেরা পারফর্ম্যান্স ভারতের স্পিনারদের

২০১১ সালে ৩১ রানে ৫ উইকেট নিয়েছিলেন যুবরাজ সিং। আয়ারল্যান্ডের বিরুদ্ধে। রবীন্দ্র জাডেজা ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৩ রানে ৫ উইকেট নিলেন। ২০০৩ সালের বিশ্বকাপে নাবিমিয়ার বিরুদ্ধে ৬ রানে ৪ উইকেট নিয়েছিলেন যুবরাজ। আর অশ্বিন ২০১৫ সালের বিশ্বকাপে ২৫ রানে ৪ উইকেট নিয়েছিলেন।

বিপক্ষের হাইস্কোরার প্লেয়ারের সমানও স্কোর হল না দক্ষিণ আফ্রিকার

২০১৩ সালে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ১৬৯ রান করেছিলেন। দক্ষিণ আফ্রিকা ১৪০ রানে অলআউট হয়ে যায়। বিরাট কোহলি এবারে ১০১ রান নট আউট থাকলেন। দক্ষিণ আফ্রিকা ৮৩তে শেষ।

একদিনের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় হার

ভারতের বিরুদ্ধে ২৪৩ রানে হারল দক্ষিণ আফ্রিকা। ২০০২ সালে পাকিস্তানের বিরুদ্ধে হেরেছিল ১৮২ রানে। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৮০ রানে হেরেছিল। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৭৮ রানে হেরেছিল। 

Advertisement