ইস্টবেঙ্গলের (East Bengal) জন্য বড় ধাক্কা। আশঙ্কাকে সত্যি করে এসিএলেই চোট পেয়েছেন লাল-হলুদের তারকা মিডফিল্ডার মাদিহ তালাল (Madiah Talal)। সূত্রের খবর তার ফলে ইস্টবেঙ্গলের এই তারকা ফুটবলারকে হয়তো হয় থেকে নয় মাস মাঠের বাইরে থাকতে হতে পারে। তাই শুধু এই মরশুম নয়, আগামী মরশুমেও তিনি কবে মাঠে ফিরবেন সেই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে তালালের চোট ইস্টবেঙ্গল দলের জন্য এক বিশাল বড় ধাক্কা 'গ্রেড দুই' মাত্রার চোট লেগেছে। লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন তালাল। তা এখনই বলে দেওয়া যায়।
প্রসঙ্গত বৃহস্পতিবার ওড়িশার বিরুদ্ধে ম্যাচের শুরুর দিকেই গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়েন তালাল। ম্যাচ শেষে তাঁকে হুইলচেয়ারে করে গাড়িতে উঠতে দেখা যায়। পাশপাশি দলের তারকা ফরোয়ার্ড দিমিত্রিয়স সিমানতাকোসকে কুঁচকির চোট ভোগাচ্ছে। তবে সূত্র মারফত জানা যাচ্ছে তিনি অনেকটাই ফিট হয়ে গিয়েছেন। যদিও ৯০ মিনিট খেলার মত ফিটনেস এখনও আসেনি। তবে তাঁকে পঞ্জাব এফসি ম্যাচে পরের দিকে নামাতে পারেন হেড কোচ ক্রুজো।
ওড়িশা মাচ শেষে লাল-হলুদ হেড কোচ অস্কার ব্রুজো ম্যাচের রেফারিং নিয়ে তীব্র বিষাদগার করেন। তিনি বলেন, 'যদি পরিসংখ্যান দেখেন, তাহলে দেখবেন ওড়িশা যেখানে ১৯টি ফাউল করেছে, সেখানে ইস্টবেঙ্গল করেছে আটটি। আমি বিস্মিত। ওদের রাইট ফুলব্যাক একাই ৬-৭টা ফাউল করেছে। তাসত্ত্বেও সে বহাল তবিয়তে খেলেছে। তালালের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, সেটাও ফাউলই ছিল। কিন্তু দেওয়া হয়নি।'
পঞ্জাব ম্যাচে প্রথম একাদশ ঠিক করাই যে কঠিন, তাও কার্যত মেনে নেন ব্রুজো। ইস্টবেঙ্গল কোচ বলেন, 'দলটা ক্রমশ ছন্দে ফিরছিল। কিন্তু এই মুহূর্তে চোট-আঘাত, কার্ড সমস্যা নিয়ে যা পরিস্থিতি, সমস্যা আরও বাড়ল। তবে আমাদের ছেলেরা কতটা লড়াকু, তার প্রমাণ তারা আজই দিয়েছে। আশা করি, সেই মানসিকতা পরের ম্যাচগুলোতেও বজায় থাকবে এবং আমরা লড়াই চালিয়ে যাব।'