scorecardresearch
 

East Bengal vs North East United FC: ইস্টবেঙ্গলে বড় বদল, নন্দা-মহেশের জায়গায় কে?

আইএসএল-এ এখনও জয় পায়নি ইস্টবেঙ্গল (East Bengal vs North East United FC))। ন'জনে খেলে মহমেডানের বিরুদ্ধে ড্র করায় এক পয়েন্ট এসেছে ঝুলিতে। দলের সেই স্পিরিট পেড্রো বানালির নর্থ ইস্টের বিরুদ্ধেও বজায় রাখতে মরিয়া ইস্টবেঙ্গল। তবে চিন্তা এবারের লিগে সবচেয়ে বেশি গোল দেওয়া আলাদিন আজারাইকে নিয়ে। তবে অস্কার ব্রুজো আশাবাদী দল এই ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়বে।

Advertisement
ইস্টবেঙ্গল দল ইস্টবেঙ্গল দল

আইএসএল-এ এখনও জয় পায়নি ইস্টবেঙ্গল (East Bengal vs North East United FC))। ন'জনে খেলে মহমেডানের বিরুদ্ধে ড্র করায় এক পয়েন্ট এসেছে ঝুলিতে। দলের সেই স্পিরিট পেড্রো বানালির নর্থ ইস্টের বিরুদ্ধেও বজায় রাখতে মরিয়া ইস্টবেঙ্গল। তবে চিন্তা এবারের লিগে সবচেয়ে বেশি গোল দেওয়া আলাদিন আজারাইকে নিয়ে। তবে অস্কার ব্রুজো আশাবাদী দল এই ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়বে।

বাইরে থেকে অন্তত দলের বডি ল্যাঙ্গুয়েজ দেখে একবারও মনে হল না যে ফুটবলাররা কোনওরকম চাপে রয়েছেন। কিছুক্ষণ পরে ব্রুজো মাঠে এসে দলের সহকারি কোচ বিনো জর্জের সঙ্গে কথা বলে মূল অনুশীলন শুরু করান। বুধবার হাজির না থাকলেও, বৃহস্পতিবার পুরোদমে অনুশীলন করলেন হেক্টর ইউস্তে।

মহমেডান ম্যাচে লাল কার্ড দেখার জন্য খেলতে পারবেন না নন্দকুমার এবং নাওরেম মহেশ সিং। তাই তাদের বাদ দিয়েই কার্যত একদম নতুন ফর্মেশন তৈরি করেছেন লাল হলুদ হেড কোচ। মহমেডান ম্যাচের ডিফেন্স লাইনই এই ম্যাচে শুরু করার সম্ভাবনা প্রবল। কিছুটা উপরেই খেলতে পারেন সৌভিক চক্রবর্তী এবং সউল ক্রেসপো। দুই উইংয়ে সম্ভবত শুরু করতে পারেন জিকসন সিং এবং পিভি বিষ্ণু। মাঝে মাদিহ তালাল। সামনে দিমানতাকোস। অনুশীলন চলাকালীন বিশেষ করে বিষ্ণুর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন লাল-হলুদ হেড কোচ। 

আক্রমণে ঝাঁজ বাড়ানোই লক্ষ্য অস্কারের
নর্থইস্ট ম্যাচে আক্রমণাত্মক ফুটবলই খেলাবেন ব্রুজো। অনুশীলনের পরে সাংবাদিক সম্মেলনে সে কথাই বুঝিয়ে দিলেন লাল-হলুদ হেড কোচ। তিনি বলেন, 'আমাদের প্রথম টার্গেট হল গোল করা। কারণ ডিফেন্স পোক্ত করলেই যে আমরা জিততে পারব এমন কোনও কথা নেই। তাই ম্যাচ জিততে গেলে আমাদের বেশি গোল করতে হবে, এবং সেই জন্য দলের আক্রমণাত্মক ফুটবল খেলা প্রয়োজন।' দলের অন্যতম দুই গুরুত্বপূর্ণ ফুটবলার না থাকাকে একেবারেই পাত্তা দিচ্ছেন না ব্রুজো। তিনি বলেন, 'নন্দ-মহেশরা অবশ্যই আমাদের দলের গুরুত্বপূর্ণ ফুটবলার। তবে ওরা না থাকলেও আমার দল ভালো খেলার ক্ষমতা রাখে। আজ আপনারা ওদের নিয়ে প্রশ্ন করছেন, কালকে ম্যাচের পরে বিষ্ণুকে নিয়ে প্রশংসা করবেন। কারন আমি ওকে সেই ভাবেই প্রস্তুত করছি।'

Advertisement

দলে কারা থাকতে পারেন?
গিল, ইয়ুস্তে, আনোয়ার, রাকিপ, চুংনুঙ্গা, সৌভিক চক্রবর্তী, সউল ক্রেসপো, জিকসন সিং, পিভি বিষ্ণু, মাদিহ তালাল, ডিমানতাকোস

Advertisement