Mohunbagan Super Giant Durand Cup: ১২৩ তম ডুরান্ড কাপের (Durand Cup 2023) প্রথম ম্যাচেই দাপট ভারতের শতাব্দীপ্রাচীন ক্লাবের। মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। যুবভারতী ক্রীড়াঙ্গনে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান ও বাংলাদেশ আর্মি (Mohun Bagan SG vs Bangladesh Army)। ইন্ডিপেনডেন্স কাপ জিতে ডুরান্ড খেলতে আসা প্রতিবেশী বিদেশী দলটির প্রতি শ্রদ্ধা দেখিয়েছিলেন বাগান দলের রিজার্ভ দলের কোচ বাস্তব রায়। কিন্তু মাঠে নেমে কোনও শ্রদ্ধার ধারে কাছে যাননি সবুজ-মেরুন সমর্থকরা। লিস্টন কোলাসো (Liston Colaco), মনবীর সিং (Manvir Singh), সুহেল ভাট (Suhail Ahmad Bhat) লালরিনলিয়ানা হামতে (Lalrinliana Hnamte) ও কিয়ান নাসিরিরা (Kiyan Nassiri) একের পর এক গোলে প্রথম ম্যাচে জিতিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল।
প্রথম ম্যাচেই ডুরান্ড কাপ জমিয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে বাংলাদেশ আর্মিকে ৫-০ গোলে হারাল তারা। যুবভারতীয় ক্রীড়াঙ্গনে ডুরান্ডের দামামা বাজিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খেলা শুরুর আগে বলে শট মারেন তিনি। তার পরের দেড় ঘণ্টা মাঠে ফুল ফোটাল বাগান। এ বারের প্রতিযোগিতায় তরুণ দল নামিয়েছে বাগান। সিনিয়র দলের মাত্র তিন জন ফুটবলার রয়েছেন। অন্য দিকে বাংলাদেশ আর্মি দলে সে দেশের জাতীয় দলে খেলা ফুটবলারেরা ছিলেন। তাঁদেরই নাচিয়ে ছাড়লেন বাগানের তরুণেরা। গোলের সুযোগ নষ্ট না করলে আরও বড় ব্যবধানে জিততে পারত মোহনবাগান।
খেলার শুরু থেকেই দাপট মোহনবাগানের। তিন অভিজ্ঞ ফুটবলার সুমিত রাঠি, লিস্টন কোলাসো ও মনবীর সিংহের নেতৃত্বে আক্রমণাত্মক খেলতে শুরু করেন সুহেল ভট্ট, রবি রানারা। নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলে আক্রমণে উঠতে থাকে তারা। দু’দিকের প্রান্ত ব্যবহার করেন সবুজ-মেরুন ফুটবলারেরা। ফলে রক্ষণে সমস্যা হচ্ছিল বাংলাদেশ আর্মির। ১৪ মিনিটের মাথায় ডান প্রান্ত ধরে বক্সে ঢুকে ক্রস বাড়ান রবি। বাংলাদেশের গোলরক্ষক আশরাফুল রানা সেই বল ছুঁতে না পারলেও ঠিক জায়গায় ছিলেন লিস্টন। বল ধরে বাঁ পায়ের টোকায় দলকে এগিয়ে দেন তিনি।
পরের মিনিটেই বাগানের গোল লক্ষ্য করে আক্রমণ হয়। মেহেদি হাসানের হেড ভাল বাঁচান গোলরক্ষক অর্শ আনোয়ার। ১৮ মিনিটের মাথায় সুহেলের ডান পায়ের শট বারে লেগে ফেরে। অবশ্য গোল হলেও গোল পেতেন না সুহেল। কারণ, বল ধরার সময় অফসাইডে ছিলেন তিনি। কিন্তু যে ভাবে বলের দখল নিয়ে বাগান ফুটবলারেরা আক্রমণ করছিলেন তাতে ভয় ধরছিল বাংলাদেশের রক্ষণে। ২৭ মিনিটের মাথায় সুহেলকে বক্সে ফাউল করায় পেনাল্টি পায় বাগান। ডান পায়ের মাটি ঘেঁষা শটে গোল করেন মনবীর। গোলরক্ষকের ডান দিক দিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি।