রবিবার নর্থইস্টের (North East United FC) বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। এই ম্যাচ জিততে পারলে শীর্ষস্থান আরও সুরক্ষিত হবে হোসে মলিনার (Jose Molina) দলের। শেষ ছয় ম্যাচ অপরাজিত থাকা মোহনবাগানের (Mohun Bagan) সামনে সমস্যা চোট। দুই তারকা ডিফেন্ডারকে নিয়ে সংশয়ে সবুজ-মেরুন ব্রিগেড।
রবিবারের ম্যাচে নেই দুই তারকা
রবিবার গুয়াহাটিতে সবুজ মেরুন ডিফেন্সের প্রধান দুই ভরসা শুভাশিস বোস (Subhasish Bose) এবং আলবার্তো রডরিগেজকে (Alberto Rodriguez Persib) প্রথম একাদশে পাবেন না মোহনবাগান কোচ জোসে মলিনা। ফলে, চলতি লিগে ১১টি গোল করা আলাদিন আজারাইকে আটকানো যেন বাড়তি চ্যালেঞ্জ হতে চলেছে মোহনবাগান রক্ষণভাগের সামনে। তাই ডিফেন্সকে শক্তিশালী করাই আপাতত মূল লক্ষ্য। তবে কার্ড সমস্যায় নর্থইস্ট দলে নেই মহম্মদ বেমামের। ফলে আক্রমণে ঝড় তুলেই জয় তুলে নিতে চাইছে মোহনবাগান।
ফিরছেন টম অ্যালড্রড
বৃহস্পতিবার, পুরোদমেই প্র্যাকটিস করলেন টম অ্যালড্রেড (Tom Aldred)। এই ম্যাচে স্টপারে তাঁর সঙ্গী হবেন দীপেন্দু বিশ্বাস (Dipendu BIswas)। অপর দুই প্রান্তে আশিস রাই (Ashish Rai) এবং আশিক কুরুনিয়ানের (Ashik Kuruniyan) খেলার সম্ভাবনাই সবথেকে বেশি। এদিন এই ফর্মেশনে দীর্ঘক্ষণ প্র্যাকটিস করে মোহনবাগান। ওদিকে নর্থইস্ট উইং দিয়ে একাধিক আক্রমণে তুলে আনে। তাদের সেই দৌড় সামলানোর পাশাপাশি নিজেদের সেট-পিস নিয়েও যথেষ্ট ফোকাসড মোলিনা।
তিন স্ট্রাইকারে ঝাঁপাতে পারে মোহনবাগান
এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে গ্রেগ স্টেওয়ার্ট, জেমি ম্যাকলারেন এবং দিমিত্রি পেত্রাতোস একসঙ্গে নামতে পারেন নর্থইস্টের বিরুদ্ধে। তাছাড়া এবারের লিগে গোল খাওয়ার বিচারে কোচ জুয়ান পেদ্রো বেনালির দল যেন একেবারে প্রথম সারিতে রয়েছে। শেষ ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে পরাজিত হয়েছে তারা। এবার মোহনবাগানও তাদের হারাতে পারলে বেঙ্গালুরু এফসি-র থেকে পয়েন্ট তালিকায় অনেকটা এগিয়ে যাবে মলিনার দল। আর সেদিকেই লক্ষ্য থাকবে মোহনবাগানের।