মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) বিরুদ্ধে নিশ্চিত পেনাল্টি পায়নি কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)? সোশ্যাল মিডিয়া এ নিয়েই তোলপাড়। অনেকেই মনে করছেন বক্সের মধ্যে ইচ্ছে করেই বল হাতে লাগিয়েছেন টম আলড্রেড (Tom Aldred)। তবে রেফারি তা দেখতেই পাননি। ফলে নাকচ হয়ে যায় কেরালা ব্লাস্টার্সের আবেদন।
কী ঘটেছিল?
ম্যাচের ২৬ তম মিনিটে ঘটেছে। সেইসময় মোহনবাগান বক্সের মধ্যে একটি বল উড়ে আসে। বলটা ক্লিয়ার করতে গিয়ে পড়ে যান মোহনবাগানের ডিফেন্ডার আলড্রেড। সেই অবস্থায় হেড করে বলটা বের করে দিতে চান। কিন্তু বলটা তাঁর মাথার দিকে লেগে বুকের দিকে চলে আসে। বুকে ধাক্কা খেয়ে বলটা কেরালার খেলোয়াড়ের দিকে যাচ্ছিল। সেইসময় হাতটা এমনভাবে রাখেন আলড্রেড যে বলটা আটকে যায়।
আর যেভাবে আলড্রেড হাতটা সরিয়েছিলেন, তাতে পেনাল্টি দিলে কোনও ভুল করতেন না রেফারির। কারণ বলটা যখন আসছিল, তখন তিনি যেভাবে হাতটা রেখেছিলেন, সেটা দেখে মনে হয়নি যে সেটা স্বাভাবিক ‘মুভমেন্ট’। বরং ইচ্ছাকৃতভাবেই বলটা হাত দিয়ে আটকানোর চেষ্টা করছিলেন বলে মনে হচ্ছিল। যদিও পেনাল্টি দেননি রেফারি। আর তারপর আট মিনিট পরেই গোল করে এগিয়ে যায় মোহনবাগান। শেষপর্যন্ত ৩-২ গোলে জিতে গিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড।
ইস্টবেঙ্গল সমর্থকদের কটাক্ষ
তারপরই মোহনবাগানকে কটাক্ষ করেছেন ইস্টবেঙ্গলের সমর্থকরা। আক্রমণ শানিয়েছে আইএসএল কর্তৃপক্ষকে। কারণ এই যুবভারতীতেইকয়েক ঘণ্টা আগেই তাঁদের ভুল লাল কার্ড দেখানো হয়েছিল। এক নেটিজেন বলেন, ‘খুব তাড়াতাড়ি এই সার্কাস লিগটা বন্ধ হওয়া উচিত। দিনের পর দিন এই তামাশা চলেই যাচ্ছে।’
পাল্টা আসরে মোহনবাগান ফ্যানরাও
মোহনবাগান সমর্থকরা দাবি করেছেন যে সবুজ-মেরুন ব্রিগেড জিতে যাওয়ায় এখন অজুহাত খাড়া করছেন ইস্টবেঙ্গলের সমর্থকরা। সেইসঙ্গে তাঁরা একটি নিয়ম তুলে ধরেছেন। যে নিয়ম অনুযায়ী, মাঠে যাতে না পড়ে যান, সেজন্য খেলোয়াড় যদি হাত ব্যবহার করেন এবং হাতে বল লাগে, তাহলে সেটা পেনাল্টি হবে না।